আগামী ৭ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বছর পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত হবে। ওই দিন দুপুর ২টো থেকেই অনলাইনে নিজেদের ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সেখান থেকে ফলাফল ডাউনলোডও করা যাবে।
www.result.wb.gov.in, www.result.digilocker.gov.in সহ আরও বেশ কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। আনুষ্ঠানিক ফলপ্রকাশের পরের দিন অর্থাৎ ৮ মে সকাল ১০টা থেকে স্কুলের প্রতিনিধিদের কাছে মার্কশিট ও শংসাপত্র বিলি করবে সংসদ। সেই দিনই পরীক্ষার্থীদের হাতেও তা তুলে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।
জানা গিয়েছে, মার্কশিট ও শংসাপত্র বিতরণের জন্য মোট ৫৫টি বিতরণ কেন্দ্র খুলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এগুলি সংসদের চারটি পৃথক অঞ্চলে বিভক্ত। উত্তরবঙ্গে খোলা হচ্ছে ১১টি কেন্দ্র, বর্ধমান অঞ্চলের জন্য রয়েছে ১৪টি কেন্দ্র, মেদিনীপুর অঞ্চলের জন্য ৭টি এবং কলকাতা অঞ্চলের জন্য ২৩টি বিতরণ কেন্দ্র খোলা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছর ৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয়েছিল ১৮ মার্চ।