• সীমান্তে অস্ত্র কারবারিদের সক্রিয়তা! বসিরহাটে উদ্ধার বিপুল কার্তুজ, গ্রেপ্তার ২
    প্রতিদিন | ২৯ এপ্রিল ২০২৫
  • অর্ণব আইচ: পহেলগাঁও আবহে বাংলার সীমান্তে সক্রিয় হচ্ছে অস্ত্র কারবারিরা! সোমবার গভীর রাতে বসিরহাট থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা কার্তুজ। রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার দুই অস্ত্র ব্যবসায়ী। তাঁদের কাছ থেকে পাওয়া গিয়েছে দুটি পিস্তল। এসটিএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া কার্তুজের পরিমাণ ২৫২! যা দেখে চোখ কপালে উঠছে আধিকারিকরদেরও। এত পরিমাণ অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিলেন? ধৃতদের জেরা করে অস্ত্র কারবারের বিস্তারিত জানতে মরিয়া তদন্তকারীরা। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর দেশের সীমান্ত এলাকাগুলিতে নজরদারি কয়েকগুণ বেড়েছে। ফলে এখন নিরাপত্তার ফাঁক গলে যে কোনও বেআইনি কারবার মুশকিল। সেই জালেই সোমবার ধরা পড়ল ২ অস্ত্র ব্যবসায়ী।তাদের নাম দীপ্তজিৎ সেন ও কাজল মুখোপাধ্যায় বলে জানা গিয়েছে এসটিএফ সূত্রে।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)