গোবিন্দ রায়, বসিরহাট: সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পরপর মোটরভ্যান, সাইকেল, বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান এক ব্যক্তি। ঘটনায় আশঙ্কাজনক ১০ জন। এছাড়াও জখম একাধিক যাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মিনাখাঁর বাসন্তী হাইওয়ের উপর। জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকালে বসিরহাটের সরবেড়িয়া থেকে কলকাতা যাচ্ছিল ডিএন ১৬ বাই ওয়ান রুটের একটি বাস। সকালে বাসটিতে যাত্রীদের সংখ্যাও যথেষ্ট বেশি ছিল। নেপাল মোড় এলাকায় আসার পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তায় চলা ব্যাটারিচালিত ভ্যান, একটি বাইক ও সাইকেলে পরপর গিয়ে বাসটি ধাক্কা মারে। এরপর সেটি রাস্তার ধারের একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। ঘটনাস্থলে মারা যান এক ব্যক্তি। দুর্ঘটনায় বাসের যাত্রী-সহ অনেকে গুরুতর জখম হন। আক্রান্তদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখমদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৪ জনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।
সাতসকালের এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে। বাসন্ত হাইওয়ে অবরোধ করে রাখা হয়। অভিযোগ, ওই জনবহুল এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য কোনও ট্রাফিক পুলিশ থাকে না। মাঝেমধ্যেই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে। এদিন ফের ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি ওঠে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকেও সাময়িক বিক্ষোভের মুখে পড়তে হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অবরোধ তোলে। ঘাতক বাসটির চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘাতক বাসটিকেও থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। যাত্রীবোঝাই বাসতি দ্রুতগতিতে চালানো হচ্ছিল বলে অভিযোগ। দ্রুতগতির জন্যই এই দুর্ঘটনা? তদন্ত করে দেখছে পুলিশ।
অন্যদিকে, হাওড়াতে পথ দুর্ঘটনায় জখম হয়েছেন ৬ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ হাওড়াগামী একটি বেসরকারি বাস ১৬ নম্বর জাতীয় সড়ক মুম্বই রোড ধরে যাওয়ার সময়ে খাঁপাড়ার মোড়ে দুটি সাইকেল এবং দুটি বাইকে ধাক্কা মারে। জখমদের মধ্যে এক মহিলা-সহ তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের উদ্ধার করে গাববেড়িয়া হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়। ঘটনার জেরে প্রায় আধঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। চালক ও বাসটিকে আটক করা হয়েছে।