• দিঘার জগন্নাথ ধামে শুরু মহাযজ্ঞ, অংশ নেবেন মুখ্যমন্ত্রীও, দেখুন Live ভিডিয়ো
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৫
  • সৈকত নগরী দিঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে মহাযজ্ঞ। যজ্ঞে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অক্ষয় তৃতীয়ার দিনে দিঘার প্রাণ প্রতিষ্ঠা করা হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার।

    মহাযজ্ঞের বিস্তর আয়োজন

    মঙ্গলবার সকাল থেকেই দিঘায় সাজো সাজো রব। জগন্নাথ মন্দিরের মধ্যে শুরু হয়েছে মহাযজ্ঞ। এই যজ্ঞর জন্য পুরী থেকে ৫৭ জন এবং ইস্কন থেকে মোট ১৭ জন সেবায়েত এসে উপস্থিত হয়েছেন দিঘায়। এ দিনের মহাযজ্ঞে পোড়ানো হবে ১০০ কুইন্টাল আম ও বেলকাঠ, সঙ্গে ২ কুইন্টাল ঘি। বিভিন্ন তীর্থস্থান থেকে মঙ্গল কলসে জল নিয়ে আসা হয়েছে। সকাল থেকে মন্দিরের ভেতরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রবেশপত্র ছাড়া কাউকে মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

    মহাযজ্ঞে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

    দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আয়োজিত মহাযজ্ঞে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর নাগাদ দিঘার জগন্নাথ ধামে প্রবেশ করবেন এবং মহাযজ্ঞের মাঙ্গলিক অনুষ্ঠানে অংশ নেবেন।

    দিঘায় চাঁদের হাট

    মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ এই বিশেষ মুহূর্ত দেখা থেকে বঞ্চিত না হন। সোমবারই দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত আয়োজন খুঁটিয়ে দেখেন তিনি। এ ছাড়াও সেখানে রয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী এবং মুখ্যসচিব মনোজ পন্থ, ডিজি রাজীব কুমার।

    পাশাপাশি নচিকেতা থেকে শুরু করে জিৎ গঙ্গোপাধ্যায়ের মতো তারকারাও সেখানে উপস্থিত হয়েছেন।

    আলোয় মুড়ে ফেলা হয়েছে দিঘাকে। পাশাপাশি সুরক্ষার দিকেও দেওয়া হয়েছে বিশেষ নজর। এই মুহূর্তে দিঘা এবং আশেপাশের এলাকা মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে।

  • Link to this news (এই সময়)