• বাঁকুড়া থেকে দিঘায় ৩০০৩ পদ্ম ও শুশুনিয়ার ঝর্ণার জল
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৫
  • এই সময়, বাঁকুড়া ও পুরুলিয়া: বাংলার সৈকত শহর দিঘার আকাশ-বাতাসে এখন উৎসবের মেজাজ। কাল, বুধবার অক্ষয় তৃতীয়ায় সেখানে নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে হবে মূর্তির প্রাণপ্রতিষ্ঠা। গোটা রাজ্যের নজর রয়েছে সে দিকে।

    ইতিমধ্যে জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে বিভিন্ন উপাচার। উদ্বোধনের আগে আজ, মঙ্গলবার সেখানে হবে মহাযজ্ঞ। দিঘার সেই জগন্নাথ মন্দিরে পুজোর জন্য বাঁকুড়ার ছাতনা থেকে নিয়ে যাওয়া হলো ৩০০৩টি পদ্মফুল ও শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জল। তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্রের উদ্যোগে তা নিয়ে যাওয়া হয় সোমবার। এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ সাদা ও লাল রঙের মোট ৩০০৩টি পদ্ম ফুল ও শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জল নিয়ে একটি গাড়িতে ছাতনা থেকে দিঘার উদ্দেশে রওনা দেন বঙ্কিম–সহ চার জন। বিকেল পৌনে ৫টা নাগাদ সেখানে পৌঁছন তাঁরা। বঙ্কিম মিশ্র বলেন, ‘দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। সেই কর্মযজ্ঞে এই পদ্মফুল ও শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার পবিত্র জল কাজে লাগবে।’

    ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, এলাকারই বিভিন্ন পুকুর থেকে সংগ্রহ করা হয় সাদা ও লাল এই দুই রঙের ৩০০৩টি পদ্মফুল। তা দিঘায় নিয়ে যাওয়া হয় ঝুড়িতে। এ ছাড়া জার ভর্তি করে নিয়ে যাওয়া হয় শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জল। যে জলকে পবিত্র বলে মনে করেন রাঢ় বাংলার মানুষ। সোমবার সকালে ওই ফুল ও জল নিয়ে তাঁরা চার জন ছাতনা থেকে দিঘার উদ্দেশে রওনা হওয়ার সময় বেজে ওঠে ঢাক, কাসর, ঘণ্টা। মহিলারা দেন উলুধ্বনি, শঙ্খধ্বনি। পদ্মফুলের সংখ্যা ৩০০৩টি হওয়ার কারণ জানতে চাইলে বঙ্কিম বলেন, ‘এর বিশেষ কোনও কারণ নেই।’

    দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে বাঁকুড়াতেও আয়োজন করা হয়েছে মহাযজ্ঞের। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী ও বাঁকুড়া পুরসভার উদ্যোগে আজ, মঙ্গলবার শহরের মাচানতলা ট্যাক্সি স্ট্যান্ডে ওই যজ্ঞ হবে। সোমবার সেই যজ্ঞের স্থান ঘুরে দেখেন তৃণমূলের নেত্রী তথা বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার, সিমলাপালের বিধায়ক ফাল্গুনী সিংহবাবু–সহ অন্যান্যরা। উদ্যোক্তারা জানিয়েছেন, যজ্ঞে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজির থাকবেন ১০০০ জন পুরোহিত। পুড়বে ১৫ কেজি ঘি।

    এ দিকে, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন পুরুলিয়ায় শহর থেকে গ্রাম, সর্বত্র পুজোপাঠের পাশাপাশি ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করেছে তৃণমূল। দলীয় পতাকা ছাড়াই হবে এই কর্মসূচি। সেই লক্ষ্যে রবিবার শহরের দেশবন্ধু রোডের জেলা তৃণমূল কার্যালয়ে জেলা তৃণমূলের শীর্ষ নেতারা একটি বৈঠকও করেন। পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘জেলার তিনটি পুর এলাকার পাশাপাশি সমস্ত ব্লক সদর ও আঞ্চলিক (পঞ্চায়েত) স্তরেও এই দিনটি উদ্‌যাপনের কর্মসূচি নেওয়া হয়েছে। মন্দির উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা পর্ব যাতে প্রতিটি ব্লকে বড় স্ক্রিনে মানুষ দেখতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে। সঙ্গে ধর্মীয় শোভাযাত্রা ও স্থানীয় মন্দিরে পুজোর ব্যবস্থা করা হচ্ছে। করা হবে প্রসাদ বিতরণও।

  • Link to this news (এই সময়)