• দিল্লিতে গিয়ে উধাও মালদার কিশোর, ছেলের খোঁজে বুকফাটা কান্না বাবা-মায়ের
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৫
  • স্কুলের ছুটিতে দু’মাস আগে দিল্লিতে কাকার বাড়িতে ঘুরতে গিয়েছিলেন মালদার হরিশ্চন্দ্রপুরের এক কিশোর। জানা গিয়েছে, দিল্লির নিজামপুর এলাকায় কাকার বাড়িতে থাকছিল শেখ সাহিল। আগামী ৬ মে তার বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু হঠাৎই দিল্লিতে মালদহ যুবকের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। তল্লাশি জোরদার করছে পুলিশ, জনসাধারণের সমর্থনের জন্য পরিবারের আবেদন। আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। খবর আসে হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে তার বাড়িতেও। এর পর দিল্লির একটি থানায় নিখোঁজের ডায়েরি করা হয়। তদন্তে নামে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, চার দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি।

    সূত্রের খবর, সাহিল পিপলা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র। সাহিল পরিবারের বড় ছেলে। এছাড়াও তার দুই ভাই-বোন রয়েছে। শেখ সাহিলের কাকা থাকেন দিল্লিতে। স্কুলের ছুটিতে দু’মাস আগে দিল্লি গিয়ে কাকার ছেলের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল সাহিল। বৃহস্পতিবার রাতেও ছেলের সঙ্গে ফোনে কথা বলেন তার বাবা-মা। জানা গিয়েছে, সে সময়ই ছেলে তাঁদের জানায়, ৬ মে সে বাড়ি ফিরবে। এর পর শুক্রবার সারাদিন ছেলেকে ফোন করার চেষ্টা করেন তার মা। কিন্তু সাহিল ফোন ধরেনি। শুক্রবার থেকে ছেলের ফোন না পাওয়ার পর উদ্বিগ্ন হয়ে ওঠে তার পরিবার। এর পরই তাঁরা দিল্লি থেকে ছেলের নিখোঁজ হওয়ার খবর পান।

    নিখোঁজ যুবকের মা সাজেনুর বিবি বলেন, ‘বৃহস্পতিবার রাতে ছেলের সঙ্গে শেষ ফোনে কথা হয়। ৬ মে বাড়ি আসার কথা ছিল। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে ছেলের আর কোনও খোঁজ পাচ্ছি না। কোথায় আছে? কী অবস্থায় আছে? কেউই বলতে পারছে না।’ এ বিষয়ে সেই এলাকার পঞ্চায়েত সদস্য ওমর আলি বলেন, ‘ছুটিতে কাকার ছেলের সঙ্গে দিল্লিতে ঘুরতে গিয়েছিল। প্রশাসনের কাছে আমার আবেদন যাতে তারা ছেলেটাকে খোঁজার জন্য সহযোগিতা করে। দিল্লিতে কী হচ্ছে তার কোনও কিছুরই খোঁজ পাচ্ছি না। পরিবারের লোকেরা খুব ভেঙে পড়েছে।’

    শুক্রবারের পর থেকে কোথায় গেল তাঁদের ছেলে শেখ সাহিল? আদেও কি তাঁরা ছেলের খোঁজ পাবেন? কতটা তদন্ত এগোল দিল্লি পুলিশ? এখন এ সবই চিন্তা কুরেকুরে খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে থাকা সাহিলের বাবা-মাকে।

  • Link to this news (এই সময়)