বাসুদেব ভট্টাচার্য, জামালদহ
মেখলিগঞ্জ ব্লকে এই প্রথম কোনও সরকারি স্কুলে পড়ুয়াদের জন্য ডিজিটাল আই কার্ড চালু হলো। এই কার্ডে তাদের পরিচয় থাকার পাশাপাশি থাকছে কিউ আর কোডও। এই কোডের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতি এবং কখন স্কুল থেকে বের হলো সেই তথ্য মিলবে। তবে শুধু ছাত্রছাত্রীরাই নয়, স্কুলের শিক্ষক–শিক্ষিকাদের জন্যও থাকছে কিউ আর কোড। জামালদহ তুলসীদেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীলচন্দ্র দাস ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান।
এই ডিজিটাল কার্ডের একদিকে পড়ুয়াদের ছবি রয়েছে। উল্টো দিকে রয়েছে কিউ আর কোড। স্কুলে প্রবেশের সময়ে এবং স্কুল থেকে বাড়ি যাওয়ার সময়ে এই কার্ড স্ক্যান করাতে হবে। প্রথমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই কার্ড দেওয়া হচ্ছে। গরমের ছুটির পর বাকিদের এই কার্ড দেওয়া হবে। এর পাশাপাশি ‘ স্কুল ডায়েরি’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। সেই অ্যাপে স্কুলের সব অভিভাবকদের যুক্ত করা রয়েছে।
যেই অ্যাপের মাধ্যমে স্কুল সংক্রান্ত সমস্ত খবর অভিভাবকদের কাছে পৌঁছে যায়। এই অ্যাপে স্কুলের হলি ডে ক্যালেন্ডারও রয়েছে। সেখান থেকেই অভিভাবক এবং ছাত্রছাত্রীরা জানতে পারবেন কোন দিন স্কুল ছুটি রয়েছে। কিউ আর কোড নিয়ে দুই অভিভাবক লিঙ্কন দত্ত অধিকারী এবং পঞ্চানন রায় বলেন, ‘স্কুলের এই উদ্যোগ যথেষ্টই প্রশংসনীয়। এতে করে আমরা সন্তানদের সঠিক অবস্থান জানতে পারব।’
স্কুল পরিচালন সমিতির সভাপতি অভিধান তরফদার বলেন, ‘অভিভাবকদের সঙ্গে কথা বলেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই কার্ড তৈরির ক্ষেত্রে তাঁরাও আর্থিক সহায়তা করেছেন। প্রথমে একটি ডিভাইস দিয়ে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে, আগামীতে আরো দুটি ডিভাইস বসানো হবে। তাতে কাউকেই বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না।’