• পঞ্চায়েত সমিতির সভাপতিকে আটকে রেখে মারধরের অভিযোগ, গভীর রাত পর্যন্ত অবরুদ্ধ নবগ্রাম থানা 
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডলকে মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের নবগ্রাম এলাকায়। অভিযোগ, নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেন পঞ্চায়েত সমিতির সভাপতিকে থাপ্পড় মারা ছাড়াও জোর করে তাঁকে থানার লক আপে ঢুকিয়ে দেন। ঘটনার খবর পেয়ে কয়েকশো তৃণমূল কর্মী নবগ্রাম থানার সামনে এসে বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে সোমবার মধ্যরাত পর্যন্ত অবরুদ্ধ থাকে নবগ্রাম থানা।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনার খবর পেয়ে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল সহ জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, আগামী তিন দিনের মধ্যে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বদলি করতে হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রাম থানার অন্তর্গত ইটোর গ্রামের এক দম্পতির পারিবারিক বিবাদ মেটানোর জন্য সোমবার সন্ধ্যা থেকে নবগ্রাম থানা প্রাঙ্গনে দুই পরিবারকে নিয়ে একটি সালিশি সভা চলছিল।

    সেখানেই উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল। অভিযোগ, সভা চলাকালীন রূপলাল এক ব্যক্তিকে প্রকাশ্যে এক থাপ্পড় মারেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি গোটা ঘটনাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেনকে জানান। এরপরই  ভারপ্রাপ্ত আধিকারিক রূপলালকে প্রায় চার ঘণ্টা আটকে রাখেন থানার মধ্যে। পরে পুলিশ প্রশাসনের কর্তাদের হস্তক্ষেপে থানা থেকে গভীর রাতে ছাড়া পান পঞ্চায়েত সমিতির সভাপতি।

    তিনি জানান, ‘আমি থানার মধ্যে কাউকে মারধর করিনি। থানার বড়বাবু সম্পূর্ণ অকারণে আমাকে থানার ভেতরে টেনে নিয়ে গিয়ে চড় থাপ্পড় মারেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। মাত্র দু’দিন এই থানার দায়িত্বে এসে তিনি এলাকার মানুষকে কোনও সম্মান করছেন না’।

    নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বলেন, ‘আমি শুনেছি থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঞ্চায়েত সমিতির সভাপতিকে মারধর এবং গালাগালি দিয়ে থানার লকআপের মধ্যে আটকে রেখেছিলেন। উনি যে কাজ করেছেন তা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। ওই ‘মস্তান’ ওসি এলাকায় গণ্ডগোল পাকানোর চেষ্টা করছেন’। যদিও গোটা ঘটনা সম্পর্কে পুলিশের কোনও আধিকারিক সরকারিভাবে মুখ খুলতে রাজি হননি। তারা বলেন, গোটা অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (আজকাল)