• দিলীপ ঘোষ...
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: 'আমি নিজেও সুযোগ পেলে দিঘা যাব। মন্দিরের জায়গায় মন্দির থাকবে। ভগবানকে নিয়ে রাজনীতি নয়।' সোমবার বিকেলে বর্ধমানে চা চক্রে যোগ দিতে এসে একথা বলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, জগন্নাথ পুরী থেকে এতদূর চলে এলেন, আর আমরা একটুখানি যাব না?

    সোমবার মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ যাবার পথে বর্ধমানে আসেন দিলীপ। সেখানে রাস্তার ধারে একটি 'চায়ে পে চর্চা'য় যোগ দেন তিনি। ওই চর্চায় উঠে আসে দিঘা থেকে পাকিস্তান প্রসঙ্গ। 

    জগন্নাথ মন্দির কি তৃণমূল কংগ্রেসকে ২৬ এর নির্বাচনে ডিভিডেন্ড দেবে? জবাবে দিলীপ বলেন, 'ভোট তো মানুষ দেবেন। ভগবান তো দেবেন না। রামমন্দির তো স্থাপনা হল। বিজেপির ভোট তো বাড়ল না। জগন্নাথ জগতের নাথ। তার বড় বড় চোখ। সব দেখতে পান।'

    দিঘাগামী ট্রেন বাতিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'দিঘা যাওয়ার কোনও ট্রেন বাতিল হয়নি। ওঁরা মিথ্যা প্রচার করছেন।'

    ইতিমধ্যেই পঁহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা পুড়িয়েছেন। নাম না করে দিলীপ বলেন, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনও দেশের পতাকা পোড়ানো উচিত নয়। আমি এটা পছন্দ করি না।' তাঁর কথায়, কোনও দেশের সরকার অশান্তি করলে বা কিছু লোক গণ্ডগোল করলে তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার আছে। নরেন্দ্র মোদি ঠিক সময়ে জবাব দেবেন।

    তাঁর বিবাহিত জীবন কেমন কাটছে জিজ্ঞেস করায় দিলীপ ঘোষ জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা-সহ দলীয় নেতাদের দেখিয়ে বলেন, 'এদের যেমন কাটছে তেমনই আমারও কাটছে।'
  • Link to this news (আজকাল)