রাজকীয় গাড়ির আদলে সাজিয়ে তোলা হয়েছে ভ্যান, প্রবীণদের জন্য দিঘায় বিশেষ পরিষেবা চালু...
আজকাল | ২৯ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে বিশেষভাবে সক্ষম দর্শনার্থীদের জন্য চালু হল বিশেষ ব্যাটারি চালিত ভ্যান পরিষেবা। পুরনো দিনের রাজকীয় গাড়ির আদলে সাজিয়ে তোলা হয়েছে ভ্যান। মন্দির উদ্বোধনের দিন ভিআইপি বয়স্ক অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, কেউ অসুস্থ হয়ে পড়লেও জরুরি ব্যবস্থার জন্য এই গাড়ি ব্যবহার করা হবে।
প্রবীণ দর্শনার্থীদের সুবিধার্থে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে দিঘার জগন্নাথ ধামের সামনে রাখা হয়েছে চারটি বিশেষ ব্যাটারি চালিত ভ্যান। ভ্যানগুলি শুধুই যে আধুনিক মানের তা নয়, পুরনো দিনের রাজকীয় গাড়ির আদলে তৈরি করা হয়েছে, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে চারটি ব্যাটারি চালিত ভ্যান পরিষেবা চালু করা হয়েছে।
উদ্বোধনী দিনে ইসকন প্রতিনিধি ও ভিআইপি প্রবীণ অতিথিরা এই বিশেষ গাড়িতে সফরের সুযোগ পাবেন। ভবিষ্যতে সাধারণ প্রবীণ দর্শনার্থীরাও এই পরিষেবার সুবিধা নিতে পারবেন বলে জানা গিয়েছে। স্থানীয় পর্যটন মহলের মতে জগন্নাথ মন্দির দর্শন করতে আসা প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক প্রশংসনীয় উদ্যোগ।
প্রসঙ্গত, জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে সোমবার দিঘার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে রওনা দেন তিনি। আগামী ৩০ এপ্রিল, বুধবার অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেইমতো দু’দিন আগে, সোমবার হেলিকপ্টারে দিঘা রওনা দেন।
দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে সাজো সাজো রব পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। পর্যটকদের ভিড় বাড়ছে সেখানে। পিছিয়ে নেই হাওড়া শহর। কোনা এক্সপ্রেসওয়ের দুপাশে প্রচুর হোডিং রাখা হয়েছে। ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডের আগের রাস্তা জুড়ে জগন্নাথ মন্দিরের ছবি দেওয়া হোডিং রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী সমস্ত সাজসজ্জা দেখেই হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছন সোমবার।