• নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর দিয়ে চলে গেল বাস, ১৬ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা...
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ১৬ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। সিগন্যাল না মেনে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর দিয়ে চলে গেল বাস। জানা গিয়েছে, ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছ’জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে রানিহাটি খাঁ পাড়ার কাছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝিকিরা থেকে হাওড়া রুটের একটি বেসরকারি বাস মঙ্গলবার সকালে কান্দুয়া খাঁ পাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যাল না মেনে পথচারীদের ওপর দিয়ে চলে যায়। 

    এতে ঘটনাস্থলে উপস্থিত অনেকেই গুরুতর আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার জেরে এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহতদের প্রাথমিক ভাবে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারাই। পরপর দুর্ঘটনার কারণে জন্মানো ক্ষোভ থেকে এদিন ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন।

    তাঁদের দাবি, এলাকায় আন্ডারপাস নেই। সিগন্যাল ঠিকঠাক দেয় না। মঙ্গলবারের ভয়াবহ দুর্ঘটনা কয়েকদিন আগের রানিহাটির দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অবরোধের জেরে জাতীয় সড়কের ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

    লাইন দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের হস্তক্ষেপেই আধঘন্টা পর অবরোধ ওঠে। জানা গিয়েছে, ঘটনায় বাসটিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তবে চালক এখনও পর্যন্ত পলাতক। তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)