আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানা এলাকায়৷ আজ, মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পথচারীর। আহত হয়েছেন আরও চারজন। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। আহত অবস্থায় পাঁচজনকে স্থানীয় হসপিটালে নিয়ে গেলে, সেখানে আরও একজনের মৃত্যু হয়।
এদিন সকালে ঘটনাটি ঘটেছে কলকাতা বাসন্তী হাইওয়ের মিনাখাঁ থানার নেপাল মোড়ের কাছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সরবেড়িয়া থেকে ডিএন ১৬ বাই ওয়ান রুটের একটি বাস দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নেপাল মোড়ের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা পরপর কয়েকটি ভ্যানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক পথচারীর। পরবর্তীতে আরও একজনের মৃত্যু হয় হাসপাতালে।
প্রসঙ্গত কলকাতা বাসন্তী হাইওয়ের উপর মিনাখাঁর নেপাল মোড়ে এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে পৌঁছে মিনাখাঁ থানার পুলিশ দেহটি উদ্ধারের পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে চালককে।
সূত্রের খবর, আহত চারজন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জনবহুল এলাকায় ট্রাফিক পুলিশ রাখার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরবর্তীতে মিনাখাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।