• কালবৈশাখীর ঝড়ে মাতলায় নৌকাডুবি, খোঁজ নেই দুই যুবকের 
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাতের কালবৈশাখীর ঝড়ে সুন্দবনের মাতলা নদীতে ভয়াবহ নৌকাডুবি। এখনও হদিশ নেই বাসন্তীর দুই যুবকের। তাঁদের খোঁজে নদীবক্ষে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।

    শেষ পাওয়া খবর অনুযায়ী, নৌকোটির অবস্থান বুঝতে পেরেছে বিপর্যয় মোকাবিলা টিম। চলছে জলপথে তল্লাশি। সোমবার রাতে রাজ্যজুড়ে শুরু হয়েছিল ঝড়বৃষ্টি। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হয়েছে। জানা গিয়েছে, সোমবার সন্ধেয় এমভি সারদা নামের নৌকোয় পর্যটকদের নিয়ে সোনাখালি গিয়েছিলেন দুই যুবক।

    যাত্রীদের নামিয়ে রাতে ফেরার পথে শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। তার ওপর অমাবস্যার ভরা কোটাল থাকায় বিপদ বাড়ে। পুরন্দরের কাছে তিনটি নদীর সংযোগস্থল হওয়ায় স্রোত ছিল সেখানে প্রবল। সেখানেই উলটে যায় নৌকোটি। তলিয়ে যান দুই যুবক। খবর পেয়ে রাতেই তাঁদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু তাতে লাভ হয়নি।

    মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধার কাজ। নদীবক্ষে চিরুনি তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা। ইতিমধ্যেই নৌকোটির অবস্থান বুঝতে পেরেছেন বিপর্যয় মোকাবিলা টিম। অন্য লঞ্চের সাহায্য সেটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে এখনো হদিশ নেই জয়ন্ত সরদার ও বৃন্দাবন হালদার নামে দুই যুবকের।তবে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।এদিকে নিখোঁজ দুই যুবকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
  • Link to this news (আজকাল)