• শিলাবৃষ্টিতে হুগলিতে তছনছ কয়েক বিঘা জমির ফসল, মাথায় হাত কৃষকদের...
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: নষ্ট হয়ে গেল ধান, পাট, তিল এবং সবজি। শিলাবৃষ্টির ব্যাপক প্রভাব পড়েছে হুগলির পোলবা-দাদপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে। চাষের ব্যাপক ক্ষতি হয়েছে পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্রনগর, ডাকাতিয়া ভেরি, নতুন ভেরি, ডুবির ভেরি এলাকায়। 

    একইভাবে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে হারিট গ্রাম পঞ্চায়েতের পয়ান প্রেমনগর, মথুরপুর মাঠ সহ বিস্তীর্ণ এলাকায়। সোমবার রাতে হঠাৎই কালবৈশাখীর ঝড় হয়। সেসময় তুমুল শিলাবৃষ্টিতে পাকা ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফলন্ত ধান গাছের শিস ভেঙে পড়ে। বিঘার পর বিঘা তিল, পাট গাছ খুবই ক্ষতিগ্রস্ত হয়। 

    পোলবা বীরেন্দ্রনগরের কৃষক গোবিন্দ কোলে জানিয়েছেন, তিনি মোট ১৯ বিঘা ধান চাষ করেছিলেন। তার মধ্যে ৯ বিঘা জমিতে তিল চাষ করেছিলেন। এছাড়াও ঝিঙে, শসা, বেগুন ইত্যাদি সবজি চাষ করেছিলেন। শিলাবৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছে। প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। কীভাবে এই ক্ষতিপূরণ হবে তিনি বুঝতে পারছেন না। 

    আরও এক কৃষক জগন্নাথ দেশী বলেছেন, শিলাবৃষ্টিতে তাঁর জমিয়ে থাকা ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে ধান বলে আর কিছু অবশিষ্ট নেই। রাতে প্রচুর পরিমাণে শিল পড়েছে। যে কারণে চাষের জমি ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতি কীভাবে পূরণ হবে, তিনি জানেন না। 

    মঙ্গলবার সকাল থেকে ব্লক কৃষি আধিকারিক এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা চাষের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব শুরু করছেন। ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁদের ফসল বিমা করানো আছে, তাঁরা বিমার টাকা পাবেন। কিন্তু যে কৃষকদের ফসলের বিমা নেই, তাঁরা কীভাবে ক্ষতিপূরণ পাবেন সেই বিষয়টা গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)