• ভয়ংকর! বুনো ষাঁড়ের গুঁতোয় গুরুতর অবস্থায় ৩, ভয়ে তটস্থ এলাকাবাসী...
    ২৪ ঘন্টা | ২৯ এপ্রিল ২০২৫
  • অরূপ বসাক: মালবাজার মহকুমার চালসায় উন্মত্ত ষাঁড়ের তাণ্ডবের অবসান হল এবার। বনদফতরের ঘুমপাড়ানি গুলিতে উদ্ধার ওই উন্মত্ত ষাঁড়। এলাকাবাসী জানাচ্ছে এলাকায় এই ঘটনা একেবারে নতুন।

    মালবাজার মহকুমার চালসা ও সংলগ্ন এলাকায় কয়েকদিন ধরে আতঙ্ক ছড়ানো উন্মত্ত ষাঁড়টিকে শেষমেশ ঘুমপাড়ানি গুলির সাহায্যে কাবু করল বনদফতর। ওই ষাঁড়ের গুঁতোয় ইতিমধ্যেই গুরুতর আহত হয়েছিলেন তিনজন স্থানীয় বাসিন্দা। পরিস্থিতি সামাল দিতে এদিন সকালে চালসার সাতখাইয়া এলাকায় অভিযান চালান খুনিয়া রেঞ্জের বনকর্মীরা।

    ঘটনাস্থলে উপস্থিত থেকে বনদফতরের খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান, 'সকলের উপস্থিতিতে ষাঁড়টিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে। ব্লক প্রাণী সম্পদ আধিকারিকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।' এরপর ষাঁড়টিকে পাঠানো হয় শালবাড়ি গোশালায়, যেখানে আপাতত তার রাখা হয়েছে।

    এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দা বিনয় ছেত্রী বলেন, 'গত কয়েকদিন ধরে ষাঁড়টি এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। তাকে সরিয়ে নিয়ে যাওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। প্রশাসনকে ধন্যবাদ জানাই।'

    বাইসন, চিতাবাঘ বা অন্যান্য বন্যপ্রাণীকে ঘুমপাড়ানি গুলি ব্যবহার করে জঙ্গলে ফেরানোর ঘটনা নতুন নয়। তবে এ ধরনের ব্যবস্থা একটি উন্মত্ত ষাঁড়ের ক্ষেত্রে, এই প্রথম নেওয়া হল চালসা এলাকায়। গোটা ঘটনায় রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা। 

    কথায় আছে 'যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়',বাঘেদের লোকালয়ে যখন তখন হামলায় তটস্থ গ্রামবাসীরা। বাঘের ভয় তাড়া করে বাড়াচ্ছে তাদের মনে। কখনও ওড়িশা থেকে বাঘ চলে আসছে, কখনওবা নদী সাঁতরে লোকালয়ে ঢুকছে বাঘ। এখন আবার মালবাজারের মানুষদের নতুন চিন্তা, মালবাজারের চালসায় উন্মত্ত ষাঁড়ের তাণ্ডবে রীতিমতো জেরবার এলাকার মানুষজন। 

    মালবাজারে স্বস্তি নেই। একের পর এক ঘটনা- কখনও হাতি, কখনও চিতা, কখনও কিং কোবরা। চিন্তিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। হয় হাতি, নয় লেপার্ড, নয় সাপের ঝক্কি তো লেগেই থাকে এখানে। কিছুদিন আগেই খবর মিলেছিল সাপের হানার। কিংকোবরা পাওয়া গিয়েছিল এলাকা থেকে। পর পর বেশ কয়েকদিন ধরে কখনও কিংকোবরা কখনও অজগর মালবাজারের একটি রিসোর্টের ঝোপ থেকে পাওয়া গিয়েছিল। এরই মধ্যেই আবার এক উন্মত্ত ষাঁড়ের ঢুকে পড়ে এলাকায়। এলাকার মানুষদের দাবি তাঁরা রীতিমতো ভয়ে ভয়ে থাকে সবসময়। কখন যে কী হয়, এই দুশ্চিন্তায় তাঁদের প্রহর কাটে। 

     

  • Link to this news (২৪ ঘন্টা)