অবশেষে স্কুলে ফিরলেন ‘যোগ্য’ শিক্ষক চিন্ময়, কী বলছেন?
প্রতিদিন | ২৯ এপ্রিল ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগ্যদের তালিকায় নাম ঢুকতেই স্কুলে হাজির চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল। মঙ্গলবার নির্দিষ্ট সময়ে স্কুলে যান তিনি। তবে বহু যোগ্যের নাম এখনও নেই তালিকায়। তাঁদের নিয়ে দুশ্চিন্তা রয়েছেই, এমনটাই জানিয়েছেন চিন্ময়।
সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মী। পরবর্তীতে ‘অযোগ্য’নন এমন ১৭ হাজার ২০৬ জন শিক্ষকের তালিকা তৈরি করা হয়। সুপ্রিম কোর্টেও সেই তালিকা জমা পড়েছে। পরে সেখান থেকে আবার ১ হাজার ৮০৩ জনের নামও বাদ দেওয়া হয়। পর্ষদের দাবি ছিল, ওই ১ হাজার ৮০৩ জনের ওএমআর শিটে নাকি একাধিক সমস্যা রয়েছে। এরপর ১৫ হাজার ৪০৩ জনের একটি তালিকা তৈরি করে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকাই ডিআই দপ্তরে পাঠানো হয়। তাতেই বাদ গিয়েছিলেন আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডল। সঙ্গে সঙ্গে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন তিনি। জানা গিয়েছিল, এসএসসির সার্ভারে গড়বড়ে প্রায় ৫০০ জনের নাম বাদ পড়েছিল।
ইতিমধ্যেই সেই ভুল সংশোধন করা হয়েছে। ‘যোগ্য’ শিক্ষকদের তালিকায় নাম ঢুকেছে আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের। মিলবে বেতনও। সোমবার সোশাল মিডিয়ায় চিন্ময় নিজেই জানান সেই কথা। মঙ্গলবার থেকেই কার্যত স্বাভাবিক ছন্দে ফিরেছে তাঁর জীবন। এদিন নির্ধারিত সময়ে নিজের স্কুল হালিশহর আদর্শ বিদ্য়াপীঠে যান তিনি। নিচ্ছেন ক্লাসও। তবে এদিন তিনি জানিয়েছে, “এসএসসির দ্বিতীয় তালিকাতেও কিছু যোগ্য চাকরিহারার নাম নেই। সেটা নিয়ে চিন্তায় আছি।” উল্লেখ্য, এদিকে এসএসসি ভবনের সামনে ধরনায় বসেছেন অযোগ্য চাকরিহারারা।