• জন্মদিনের পার্টিতে দক্ষিণ কলকাতার নামী স্কুলের ছাত্রীকে ‘গণধর্ষণ’, ৫ মাস পর গ্রেপ্তার ৩
    প্রতিদিন | ২৯ এপ্রিল ২০২৫
  • অর্ণব আইচ: জন্মদিনের পার্টিতে দক্ষিণ কলকাতার নামী স্কুলের ছাত্রীকে ‘গণধর্ষণ’। প্রায় পাঁচ মাস পর গ্রেপ্তার তিন অভিযুক্ত। ঠিক কী ঘটেছিল ওই রাতে, তা জানতে নির্যাতিতার সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। দোষীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছে পুলিশ।

    জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার একটি নামী স্কুলের ছাত্রী নাবালিকা। বাবা থাকতেন বিদেশে। সূত্রের খবর, গতবছর নভেম্বরে ছাত্রীর বন্ধুরা খাস কলকাতার একটি বিলাসবহুল বহুতলের গেস্ট হাউসে জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিল। সেখানেই যায় নাবালিকা। অভিযোগ, সেখানে তাকে মদ্যপান করানো হয়। নেশাগ্রস্ত হয়ে পড়লে একে একে তিনবন্ধু (তিনজনই কলেজ ছাত্র) তাকে ধর্ষণ করে! কোনওক্রমে বাড়ি ফিরলেও এই ঘটনার কথা কাউকে জানাতে পারেনি নাবালিকা। তবে মানসিক অবসাদে ভুগতে শুরু করে সে।

    সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন নির্যাতিতার বাবা। ফিরে মেয়ের আচরণে সন্দেহ হয় তাঁর। তিনি জানতে চান কিছু ঘটেছে কি না। তখনই বাবার কাছে কান্নায় ভেঙে পড়ে নাবালিকা। গোটা ঘটনাটি বাবাকে জানায় সে। এরপরই সোমবার রাতে তিনজনের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ করা হয়। রাতেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজই আলিপুর পকসো আদালতে পেশ করা হবে ধৃতদের।  
  • Link to this news (প্রতিদিন)