• বসিরহাটে বিপুল কার্তুজ উদ্ধার, ধৃত ২, নেপথ্যে কোন রহস্য?
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৫
  • সোমবার গভীর রাতে বসিরহাট থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ তাজা কার্তুজ। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর হাতে অস্ত্র ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার হয় ২ জন। তাদের কাছ থেকে দুটি পিস্তল পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে ২৫২টি কার্তুজও।

    গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল বসিরহাট থানার অন্তর্গত বসিরহাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সিশোনা দাস পাড়ার একটি বাড়িতে হানা দেয়। সেই বাড়িতে হানা দিয়েই বিপুল পরিমাণ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে রাজ্য এসটিএফ। তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকেই দীপ্তজিৎ সেন এবং কাজল মুখোপাধ্যায় নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

    জানা গিয়েছে, তদন্তকারীদের জেরায় তাঁরা বাড়িতে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেছে। পাশাপাশি উদ্ধার হয়েছে দুটি সেভেন এমএম সেমি অটোমেটিক পিস্তল এবং ২৫২ রাউন্ড কার্তুজ। ধৃত দু’জনকে গ্রেপ্তার করে বসিরহাট থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়।

    সম্প্রতি কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। এর পরেই দেশের সমস্ত জায়গায় সুরক্ষা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। এ বার বাংলার এসটিএফ-এর হাতে অস্ত্র কারবারি সন্দেহে দু’জনের গ্রেপ্তারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কোথা থেকে এই অস্ত্র আনা হচ্ছে? ঘটনায় কে বা কারা যুক্ত? এই দু’জনকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

  • Link to this news (এই সময়)