ব্যাঙ্কের লোন পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযাগ নিউ ব্যারাকপুরের এক দম্পতির বিরুদ্ধে। মাথায় হাত এলাকার ৫০টি পরিবারের। অভিযুক্ত দম্পতি পলাতক। তাঁদের নামে অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা। অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র, অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক লোন নিয়েছেন প্রতারকরা। যা পরে জানাজানি হয়। গ্রাহককেই বাধ্য হয়ে তা মেটাতে হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ব্যাঙ্ক লোনের দরকার পড়লে নিউ ব্যারাকপুরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই দম্পতির কাছে যেতেন এলাকার অনেকেই। অভিযোগ, যাঁরা টাকা নিতে আসতেন, তাঁদের কাছ থেকে নথিপত্র জমা নিয়ে ব্যাঙ্কের লোন পাইয়ে দিতেন ওই দম্পতি। ধীরে ধীরে দেনা শোধও করে দিতেন গ্রাহকরা। কিন্তু কয়েকদিন পর জানতে পারতেন, তাঁদের নামে শুধু একটা নয়, ব্যাঙ্কে একাধিক লোন রয়েছে। সেই সব লোনের টাকা তাঁদেরই শোধ করতে হবে।
গ্রাহকদের অভিযোগ, তাঁদের ডকুমেন্টস দিয়ে একাধিক লোন তুলে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতেন ওই দম্পতি। বিষয়টি বুঝে ওঠার আগেই এই সব কিছু ঘটে যেত। নিউ ব্যারাকপুর থানায় দম্পতির নামে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।