নবান্নের সিদ্ধান্তে রাজ্য জুড়ে ১৯০ ভূমি আধিকারিক বদলির সিদ্ধান্ত কার্যকর, জোর আলোচনা রাজ্য প্রশাসনে
আনন্দবাজার | ২৯ এপ্রিল ২০২৫
নবান্নের নির্দেশে ফের বড়সড় রদবদল রাজ্য প্রশাসনে। এক ঝটকায় রাজ্যের বিভিন্ন জেলায় ভূমি দফতরের ১৯০ জন আধিকারিককে বদলি করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন ব্লক ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফিসার (বিএলএলআরও), স্পেশ্যাল রেভিনিউ অফিসার-২, জয়েন্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ডেপুটি ডিরেক্টর পদে থাকা একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিক। বদলি করা হয়েছে একাধিক ল্যান্ড অ্যাকুইজিশন অফিসারকেও। আচমকা এই রদবদলের ঘটনায় জল্পনা ছড়িয়েছে প্রশাসনিক মহলে। এই নিয়ে গত এক বছরে ভূমি দফতরের প্রায় এক হাজার আধিকারিককে বদলি করল নবান্ন। কয়েক মাস আগেই প্রায় ৮০০ জন রাজস্ব আধিকারিক, জয়েন্ট ডিরেক্টর ও অন্যান্য পদাধিকারীকে বদলির নির্দেশ জারি হয়েছিল। এ বারও একই ভাবে বদলি করা হল আরও ১৯০ জনকে।
নবান্ন সূত্রে খবর, বদলির এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে একাধিক প্রশাসনিক কারণ। তবে রাজ্য প্রশাসনের এক আধিকারিক বলছেন, ‘‘শাস্তিমূলক পদক্ষেপ হিসাবে বেশ কিছু আধিকারিককে দূরবর্তী এলাকায় পাঠানো হয়েছে। আবার কোথাও কোথাও প্রশাসনিক দক্ষতা এবং কাজে গতি আনতেই বদলি করা হয়েছে আধিকারিকদের। কিছু ব্লকে অতিরিক্ত আধিকারিকের প্রয়োজন ছিল, অথচ সেখানে কর্মীসংখ্যা কম ছিল। এই বদলির মাধ্যমে বহু জেলায় শূন্য থাকা পদ পূরণ করা সম্ভব হয়েছে। কিছু ব্লকে আবার প্রয়োজনের তুলনায় অনেক বেশি আধিকারিক কর্মরত ছিলেন।’’ প্রশাসনিক মহলের খবর, অনেক আধিকারিক তিন বছরের বেশি সময় ধরে একই জায়গায় কর্মরত ছিলেন। সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর বদলি হওয়া বাধ্যতামূলক। সেই নীতিই এবার কঠোর ভাবে কার্যকর করেছে নবান্ন। এ ছাড়াও, কয়েক জন আধিকারিককে স্বাস্থ্যগত কারণে প্রয়োজন অনুযায়ী জায়গা বদল করে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-২, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর-১ ও ২, সন্দেশখালি-২, হাবড়া-২, বজবজ-২, বসিরহাট-১, হাওড়ার পাঁচলা, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ এবং জলপাইগুড়ির মালবাজার-সহ রাজ্যের একাধিক ব্লকের বিএলএলআরও-দের বদলি করা হয়েছে। বার বার এই ধরনের সিদ্ধান্তের ফলে প্রশাসনিক পরিকাঠামোয় গতি আনার পাশাপাশি দফতরের স্বচ্ছতা ও কার্যকারিতা বজায় রাখতেই উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার, মন্তব্য সংশ্লিষ্ট মহলের। বিধানসভা ভোটের আগে রাজ্য প্রশাসন ভূমি দফতরের কাজে গতি আনার পাশাপাশি, স্বচ্ছতা বজায় রাখার পক্ষপাতী। তাই গত এক বছর ধরে আধিকারিকদের কাজকর্মের উপর পর্যবেক্ষণ করেই ধাপে ধাপে এই বদলি করা হয়েছে।