• আবাসের টাকা নিয়ে দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন পুর সদস্য
    আনন্দবাজার | ২৯ এপ্রিল ২০২৫
  • আবাস যোজনায় গৃহ নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল বসিরহাট পুরসভার তৃণমূলের প্রাক্তন পুর সদস্যের বিরুদ্ধে। পুরপ্রধান অদিতি মিত্র বলেন, ‘‘আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ শুনেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

    পুলিশ ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন পুর সদস্য ইলিয়াস সর্দারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসীর একাংশ। তাঁদের অভিযোগ, ইলিয়াস পুর সদস্য থাকাকালীন আবাস যোজনার গৃহ নির্মাণে দুর্নীতি করেছেন। যাঁরা ঘরের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন, তাঁদের থেকে ঘর তৈরি করে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন তিনি। ব্যাঙ্কে প্রথম কিস্তির টাকা ঢুকলে উপভোক্তাদের অ্যাকাউন্টের চেক বইয়ে সই করিয়ে সেই চেক নিজের কাছে রেখে দেন ইলিয়াস। পাসবইও নিয়ে নেন। উপভোক্তাদের অভিযোগ, এ বিষয়ে ইলিয়াসকে প্রশ্ন করলে তিনি দাবি করেন, অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ফলে, উপভোক্তারা এক বার ৪৫ হাজার টাকা পেয়ে কোনও রকমে ভিতের কাজটুকু শুরু করার পরে আর টাকা পাননি। কেউ ত্রিপলের তলায়, কেউ ভাঙাচোরা বাড়িতে বসবাস করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ বহু বাসিন্দার। অনেকে বাজার থেকে চড়া সুদে ঋণ নিয়ে বাকি কাজ সারছেন।

    জাহাঙ্গির মণ্ডল নামে এক উপভোক্তা বলেন, ‘‘প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢোকার পরে আমার কাছ থেকে পাসবুক নিয়ে নেন ইলিয়াস। তিনটি চেকে সই করে সেগুলিও নেন। পরে আমার হাতে ৪৫ হাজার টাকা দিয়েছিলেন। দু’বছর হয়ে গেল, আজও দ্বিতীয় কিস্তির টাকা পেলাম না।’’

    ইলিয়াসের অবশ্য দাবি, ‘‘আমার বিরুদ্ধে একটা গোষ্ঠী চক্রান্ত করে মিথ্যা অভিযোগ করছে। যাঁরা অভিযোগ করছেন, তাঁদের নাম আবাসের তালিকায় নেই।’’

    এ প্রসঙ্গে বিজেপি নেতা পলাশ সরকারের কটাক্ষ, ‘‘দুর্নীতির উন্নয়নে এগিয়ে আছে বাংলা, এটাই তার প্রমাণ।’’ টাউন কংগ্রেসের সভাপতি হিরণ্ময় দাসের কথায়, ‘‘গরিব মানুষের উন্নয়নের টাকার বড় অংশ নেতাদের কেউ কেউ নিজের উন্নয়নের কাজে লাগিয়েছেন।’’

    এ বিষয়ে বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘ইলিয়াসের বিরুদ্ধে আবাসের বাড়ি সংক্রান্ত বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)