ফের কলকাতায় বিধ্বংসী আগুন। মেছুয়া বাজার ফলপট্টির কাছে একটি হোটেলে বুধবার সন্ধ্যায় আগুন লাগে। সেই সময় হোটেলে অতিথিরা ছিলেন। আতঙ্কে হোটেলের কার্নিশে নেমে পড়েন অনেকেই। এরই মধ্যে একজন বাঁচতে কার্নিশ থেকে ঝাঁপ দেন নীচে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় বলে খবর। যদিও পুলিশের তরফে এখনও মৃত্যু নিয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে ভরসন্ধ্যায় খাস কলকাতায় এই অগ্নিকাণ্ডে হইচই পড়ে যায়।
নম্বর মদনমোহন বর্মন স্ট্রিট অর্থাৎ মেছুয়া ফলপট্টির ব্যবসায়ীদের দাবি, রাত সাড়ে ৮টা নাগাদ হঠাৎ স্থানীয় একটি ৬ তলা হোটেলে আগুন লাগে। তৃতীয় তলে আগুন লাগে বলে খবর। কী ভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে মুহূর্তে এই আগুন গোটা হোটেলে ছড়িয়ে পড়ে বলে খবর। চারদিকে ধোঁয়ায় ঢেকে যায়।
ভিন রাজ্য থেকে আসা ব্যবসায়ীরা মূলত এই হোটেলে এসে ওঠেন। এ ছাড়া অনেক পর্যটকও ওঠেন এখানে। বুধবারও হোটেলে ঠাসা ছিল গেস্ট। সিংহভাগই ঘটনার সময় হোটেলে ছিলেন বলে খবর। যা খবর, বহু পর্যটক এখনও আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে ল্যাডার নিয়ে আসা হয়।
এ দিন ঘটনাস্থলে সব থেকে ভয়ঙ্কর যে ছবি ছিল, চার তলার কার্নিশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বেশ কয়েক জনকে। বেরোনোর কোনও রাস্তা না পেয়ে প্রাণে বাঁচতে সেখানে দাঁড়িয়ে ছিলেন। এরই মধ্যে একজন ভয়ে নীচে ঝাঁপ মেরে দেন। যদিও পরে দমকলকর্মী ও বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা মই দিয়ে নামিয়ে আনেন।