হাওড়া-খড়্গপুর ডিভিশনে আগামী ১৯ দিনে দুই শতাধিক লোকাল ট্রেন, দূরপাল্লার ট্রেন বাতিল। এক দিনে নয়, তবে দফায় দফায় এই ট্রেন বাতিল। ৩০ এপ্রিল অর্থাৎ আগামিকাল থেকে ১৮ মে পর্যন্ত, ১৯ দিন ধরে বাতিল থাকবে একাধিক ট্রেন, যাত্রাপথও পরিবর্তন হবে বেশ কিছু ট্রেনের। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ এবং নন-ইন্টারলকিং-র কাজ চলবে। তাই এই সিদ্ধান্ত। এই সময়ে খড়্গপুর ডিভিশনের অধীন হাওড়া-খড়্গপুর লাইনে প্রায় দুই শতাধিক লোকাল ট্রেন, প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ও সময় পরিবর্তন করা হয়েছে। মার্চেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল দক্ষিণ পূর্ব রেল।
ফের একবার মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১৮ মে-র মধ্যে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। সময় পরিবর্তন করা হচ্ছে ১৫টি এক্সপ্রেস ট্রেন ও লোকালের। এক্সপ্রেস মিলিয়ে প্রায় ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। এ ছাড়াও ৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৭ মে সর্বাধিক ৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ৩ মে ২১টি, ৭ মে ১৯টি, ১১ মে ৩৬টি এবং ১৮ মে ৩২টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। তবে ১২ থেকে ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
কবে, কতগুলি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে, রইল তালিকা
৩০ এপ্রিল- ৪টি
১ মে: ৬টি
২ মে: ৩টি
৩ মে: ২১টি
৫ মে: ৪টি
৬ মে: ১টি
৭ মে: ১৯টি
৮ মে: ১টি
৯ মে: ৬টি
১০ মে: ৫টি
১১ মে: ৩৬টি
১২, ১৩ ও ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে
১৫ মে ও ১৬ মে ৮টি করে লোকাল বাতিল
১৭ মে: সর্বাধিক ৫৮টি লোকাল বাতিল করা হচ্ছে
১৮ মে: ৩২টি লোকাল বাতিল করা হচ্ছে
১২৮৮৮ (পুরী–শালিমার সাপ্তাহিক): ০৪ মে বাতিল করা হয়েছে
১২৮৮৭ (শালিমার–পুরী সাপ্তাহিক): ০৫ মে বাতিল করা হয়েছে
১২৮৮৩/১২৮৮৪ রূপসী বাংলা এক্সপ্রেস (সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া): ৫ মে, ১৭ মে ও ১৮ মে বাতিল করা হয়েছে
২২৮৩৬ (পুরী–শালিমার): ০৬ মে বাতিল করা হয়েছে
২২৮৩৫ (শালিমার–পুরী): ০৭ মে বাতিল করা হয়েছে
১২২৭৭/১২২৭৮ শতাব্দী এক্সপ্রেস (পুরী-হাওড়া): ১১ মে বাতিল করা হয়েছে
২০৯৭১/২০৯৭২ উদয়পুর-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস: ১০ মে ও ১১ মে বাতিল করা হয়েছে
২২৮৯৭ কাণ্ডারী এক্সপ্রেস (হাওড়া-দিঘা): ১১ মে বাতিল করা হয়েছে
১২৮৫৮ তাম্রলিপ্ত এক্সপ্রেস (দিঘা-হাওড়া): ১১ মে বাতিল করা হয়েছে
১৮০১৩/১৮০১৪ হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস: ১০ মে ও ১৭ মে বাতিল করা হয়েছে
১২৮৩৭/১২৮৩৮ হাওড়া–পুরী এক্সপ্রেস: ১১ মে ও ১৭ মে বাতিল করা হয়েছে
০২৮৪৭/০২৮৪৮ সাঁতরাগাছি–দিঘা TOD স্পেশাল: ১৭ মে বাতিল করা হয়েছে
১২৮২২/১২৮২১ ধৌলি এক্সপ্রেস (পুরী–শালিমার): ১৭ মে ও ১৮ মে বাতিল করা হয়েছে
১২৮৮৫/১২৮৮৬ অরণ্যক এক্সপ্রেস (শালিমার–বেলপাহাড়ি): ১৭ মে বাতিল করা হয়েছে
২২৮৯৭/২২৮৯৮ কাণ্ডারী এক্সপ্রেস (হাওড়া-দিঘা): ১৭ মে বাতিল করা হয়েছে
১২৮৫৭/১২৮৫৮ তাম্রলিপ্ত এক্সপ্রেস (হাওড়া-দিঘা): ১৮ মে বাতিল করা হয়েছ