আজকাল ওয়েবডেস্ক: বিধ্বংসী অগ্নিকাণ্ড উত্তর ২৪ পরগণার বাগদায়। আগুনে ভস্মীভূত হয়ে গেল চারটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনও। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় দোকানদারদের দাবি, সোমবার রাতে বাগদা বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লক্ষ্য করেন তাঁরা। সেখান থেকেই পরপর চারটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। কাপড়ের দোকান, মোবাইলের দোকান, সেলুন এবং একটি জুতোর দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। পরবর্তীতে বনগাঁ দমকল বাহিনীর দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে বাগদার বিডিও প্রসূন প্রামাণিক জানিয়েছেন, 'আগুনের খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। চারটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এলাকার মানুষের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। দোকানদারদের আগামীকাল আসতে বলা হয়েছে। প্রশাসনিকভাবে কী সহযোগিতা করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে।