শুশুনিয়ার জল ও তিন হাজার তিন পদ্মে দিঘায় জগন্নাথের আবাহন
আজকাল | ৩০ এপ্রিল ২০২৫
শিল্পী চার: অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে দিঘার জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে প্রাণ প্রতিষ্ঠার মহোৎসব। ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র শুশুনিয়ার পাহাড়ের পবিত্র ঝর্নার জল ও ৩০০৩টি সাদা ও লাল পদ্ম নিয়ে হাজির হচ্ছেন এই ঐতিহাসিক মূহূর্তে অংশ নিতে। এই মন্দিরের উদ্বোধনের মাধ্যমে বাংলার পর্যটন মানচিত্রে যুক্ত হচ্ছে এক নতুন গন্তব্য, যা রাজ্যের পর্যটন শিল্পে এক নতুন মাত্রা যোগ করবে।
বঙ্কিম মিশ্র জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এই মহতী উদ্যোগের জন্য। তাঁর কথায়, 'এতদিন মানুষকে পুরীর জগন্নাথ দর্শনের জন্য বহু পথ পাড়ি দিতে হত। এখন বাংলার মাটিতেই মিলবে জগন্নাথদেবের কৃপা।'
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক কটাক্ষও রাজনীতির অলিন্দে। বঙ্কিম মিশ্র বিজেপির উদ্দেশে বলেন, 'মানুষের ধর্মবিশ্বাস ও আবেগকে যারা উপেক্ষা করে, তারা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে কখনও বোঝেনি।'
দিঘা এখন শুধুই সৈকতের শহর নয়, জগন্নাথের উপস্থিতিতে এটি হয়ে উঠছে ধর্ম, সংস্কৃতি ও পর্যটনের মিলনস্থল।