• 'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী ...
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার উদ্বোধন। আজ, মঙ্গলবার দিঘার জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে মহাযোগ্য অনুষ্ঠান। সকাল আটটা থেকেই শুরু হয়েছে ধর্মীয় আচার-অনুষ্ঠান। অগ্নিহোত্র, বেদপাঠ, পুরোহিতদের আশীর্বাদ এবং ধর্মীয় ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে। মন্দিরে উত্তোলন করা হয় ধর্মীয় ধ্বজা।

    এই মহাযজ্ঞ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মন্দিরে পৌঁছে তিনি যজ্ঞে অংশগ্রহণ করেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, 'জগন্নাথ মন্দির চত্বরের পরিকাঠামো উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে এবং এই বার্ষিক ধর্মীয় উৎসবকে রাজ্য সরকারের স্বীকৃতি দেওয়া হবে।' 

    মহাযজ্ঞের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'সমস্ত ধর্ম-বর্ণের মানুষ এসেছেন এখানে। ধর্ম তো মুখে প্রচার করে হয় না। ধর্ম মানে হৃদয় ছুঁয়ে যাওয়া। মা-মাটি-মানুষ ভাল থাকলেই, আমি ভাল থাকব। তীর্থস্থান সবার জন্য।' 

    সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের মূল কর্মসূচিগুলির মধ্যে ছিল, বেদ পাঠ, অগ্নিহোত্র, ধর্মীয় ভাষণ এবং পুরোহিতদের আশীর্বাদ প্রদান। বিকেল চারটে নাগাদ অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবেশ করে। সন্ধ্যা ছ'টায় আরতির মাধ্যমে সমাপ্তি অনুষ্ঠান শেষ হওয়ার কথা।

    উল্লেখযোগ্যভাবে, নিরাপত্তার প্রশ্নে কোনও রকম ছাড় দেওয়া হয়নি। গোটা মন্দির চত্বর ঘিরে রাখা হয়েছে ৮০৮ জন নিরাপত্তা কর্মী দ্বারা। সাধারণ পর্যটকদের জন্য আজকের দিনে মন্দির চত্বরে প্রবেশ নিষেধ করা হয়েছে। শুধুমাত্র আমন্ত্রিত অতিথি ও পুরোহিতরা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।

    স্থানীয় মানুষ ও ধর্মপ্রেমীদের মধ্যে এই মহাযজ্ঞ ঘিরে বিপুল উৎসাহ দেখা যাচ্ছে। অনেকে বলছেন, মন্দিরের এই ধরনের উন্নয়ন ও ধর্মীয় ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হলে দিঘার পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যোগ হবে।
  • Link to this news (আজকাল)