গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'...
আজকাল | ৩০ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হিংসা কবলিত সামশেরগঞ্জের বেদবোনা এবং জাফরাবাদ গ্রামে সাধারণ মানুষের মধ্যে পুলিশ এবং প্রশাসনের প্রতি ভরসা ফিরিয়ে আনার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হল জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে। গ্রামের মহিলা এবং সাধারণ মানুষদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য মঙ্গলবার থেকে জেলা পুলিশের মহিলা সদস্যদের নিয়ে গঠিত 'উইনার্স'-এর সদস্যরা বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ মানুষের মধ্যে পুলিশ প্রশাসনের উপর আস্থা ফেরানোর জন্য একাধিক পদক্ষেপ করেন।
জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার উইনার্স বাহিনীর সদস্যরা মূলত জাফরাবাদ এবং বেদবোনা গ্রামে ঘোরেন এবং সেখানকার প্রায় পাঁচশো পরিবারের মধ্যে সামশেরগঞ্জ থানা এবং জঙ্গিপুর পুলিশ জেলার কয়েকজন আধিকারিকের এবং অন্য কিছু গুরুত্বপূর্ণ ফোন নম্বর বিতরণ করেন।
সামশেরগঞ্জ থানার এক আধিকারিক জানান, সাম্প্রতিক অশান্তির কারণে জাফরাবাদ এবং বেদবোনা গ্রামের বেশ কিছু মানুষ এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন। তাঁদের মধ্যে ভরসা ফিরিয়ে আনার জন্য উইনার্স বাহিনীকে ব্যবহার করা হচ্ছে যাতে মহিলারা নিজেদের মনের কথা এবং কোনও অসুবিধা থাকলে তার কথাও পুলিশ বাহিনীর মহিলা সদস্যদের কাছে খুব সহজে বলতে পারেন।
মঙ্গলবার মহিলা উইনার্স বাহিনীর মাধ্যমে চিরকুটে লিখে স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্য কয়েকজন গুরুত্বপূর্ণ আধিকারিক এবং সামশেরগঞ্জ থানার ২৪ ঘন্টা উপলব্ধ একটি ফোন নম্বর সকলের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের ওই আধিকারিক জানান, এছাড়াও গ্রামের বিভিন্ন জায়গায় স্থানীয় থানা এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের ফোন নম্বর পোস্টারিং করে লাগানো হয়েছে।
জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান, উইনার্স বাহিনীকে মূলত পুরসভায় এলাকায় ব্যবহারের জন্য সিদ্ধান্ত হলেও সাম্প্রতিক অশান্তির কারণে এবং মানুষের মধ্যে ভরসা জাগানোর জন্য এই বাহিনীকে আপাতত সামশেরগঞ্জের প্রত্যন্ত গ্রামগুলিতে ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।