বিশ্বজিত্ মিত্র: অনলাইনে জুয়ার নেশায় রক্তারক্তি কাণ্ড। স্ত্রীকে গলা কেটে খুন! শেষে থানায় গিয়ে আত্মসমপর্ণ করলেন স্বামী। চাঞ্চল্য় নদিয়ার শান্তিপুরের।
স্থানীয় সূত্রে খবর, শান্তিপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বুদ্ধদেব সরকার। টাকা পয়সা নিয়ে স্ত্রী শ্রাবণীর সঙ্গে প্রায় গণ্ডগোল লেগেই থাকত তাঁর। অভিযোগ, অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছিলেন বুদ্ধদেব। আসক্তি এতটাই ছিল যে, পরিবারের রীতিমতো আর্থিক সংকটে দেখা দিয়েছিল। দেনার পরিমাণ বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছিল ১৫ লক্ষে! সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত।
অভিযোগ, আজ, মঙ্গলবার রাতে বাড়িতেই স্ত্রীকে কুপিয়ে খুন করেন বুদ্ধদেব। ওই দম্পতির একমাত্র মেয়ে তখন বাড়িতে ছিল না। পড়তে গিয়েছিল। বাড়ি ফিরে মা-কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে পুলিস।
এদিকে এই ঘটনার পর থানায় গিয়ে আত্মসমপর্ণ করেন অভিযুক্ত স্বামী। তাঁকে আটক করেছে পুলিস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনলাইন জুয়ার নেশা এলাকায় ভয়াবহ আকার নিচ্ছে। অনেকেই এই জুয়ায় সর্বস্ব হারিয়ে ফেলছেন। তাঁদের মতে, প্রশাসনের কড়া নজরদারি ও পদক্ষেপ না থাকলে এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতেই থাকবে।