• পহেলগাঁও আবহে 'বাংলাদেশি' তকমা! গুজরাতে আটক বাংলার ৩ যুবক...
    ২৪ ঘন্টা | ৩০ এপ্রিল ২০২৫
  • প্রসেনজিত্‍ মালাকার: কর্মসূত্রে দীর্ঘদিন ঘরেই ভিনরাজ্য়ে। পহেলগাঁও আবহে এবার বিপাকে বাংলার ২ যুবক। গুজরাতের সুরাতে বাংলাদেশী সন্দেহে তাঁদের আটক করেছে পুলিস। ২ জনের বাড়ি বীরভূমে, আর একজন পূর্ব বর্ধমানের বাসিন্দা। 

    স্থানীয় সূত্রে খবর, বীরভূমের লাভপুরের  কুসুমগড়ীয়া গ্রামে বাসিন্দা সুলতান মল্লিক ও শেখ আতাউর রহমান। প্রায় ৮ বছর ধরে সুরাটের রামনগরে কাপড়ের কারখানায় কাজ করেন তাঁরা। ১ বছরে কাজের সূত্রে সুরাটে থাকেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার খরদত্তপাড়ার যুবক কামারুজামান মল্লিকও। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে তিনজনকেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে পুলিস। কবে? শনিবার ভোর রাতে।

    যে তিন যুবককে আটক করা হয়েছে, তাঁরা সম্পর্কে মামা-ভাগ্নে। পরিবারের লোকেদের দাবি, প্রায় ৪ দিন ওই ৩ যুবককে আটক করে রাখা হলেও  গুজরাত পুলিসের তরফে তাঁদের কিছু জানানো যায়নি। প্রয়োজনীয় সমস্ত নথি ইতিমধ্যেই গুজরাটে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। উদ্বেগে পরিবারের লোকেরা। প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেছেন তাঁরা।

    মোদীর রাজ্যে কেন আটক বাংলার ৩ যুবক? পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এখন পাকিস্তানের বিরুদ্ধে রণংদেহী মেজাজে ভারত। স্রেফ ভিসা বাতিলই নয়, পাক নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলেছে বিদেশমন্ত্রক। মুখ্যমন্ত্রীদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কড়া নির্দেশ, 'পাকিস্তানি ও বাংলাদেশে চিহ্নিত করে দেশে ফেরত পাঠান'। সেই সূত্রেই বিপদে বাংলার পরিযায়ী শ্রমিকরা।

  • Link to this news (২৪ ঘন্টা)