জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও কাণ্ডে এবার নিশানায় মুখ্যমন্ত্রী। 'মমতা বন্দ্য়োপাধ্যায় জেলে যাবেন'. ফের বিস্ফোরক বিজেপি নেতা, প্রাক্তন সাংসগ অর্জুন সিং। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন, 'পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে আছে'।
পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের বিরুদ্ধে রণংদেহি মেজাজে ভারত। স্রেফ ভিসা বাতিলই নয়, বৈশরন উপত্যকায় জঙ্গি হামলার পর ৪৮ ঘণ্টার মধ্যে পাক নাগরিকদের ভারত ছাড়া নির্দেশ দিয়েছে বিদেশমন্ত্রক। অর্জুন বলেন, 'মমতা বন্দ্য়োপাধ্যায় জেলে যাবেন, যদি ওরা এদেরকে বাঁচান না, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে আছে। এখানে তিনি আইন চালাবেন, সেটা হবে না। যেতে হবে, আজকে শেষদিন আছে'। তাঁর কথায়, 'আইনের বিরুদ্ধে কাজ করছেন তো, তাইজন্য়ই সময় চলে এসেছে তাড়াতাড়ি'।
তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পালের কটাক্ষ, 'অর্জুন সিং-কে আগে বলতে হবে, পাকিস্তানিরা অবৈধভাবে ভারতে ঢুকল কী করে! এই দায়িত্ব নিয়ে তো আগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। অর্জুন সিং বোমা, গুলি, বারুদ এইসবই বোঝে। পররাষ্ট্র, বর্ডারস এগুলি নিয়ে ভাবে না। এতদূর পড়াশোনা নেই। লোকাল মস্তান হিসেবে পাড়ায় বোমাবাজি, বন্দুক চালানো, এসব করে বেড়ান'।
এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এ রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল হতে আসরে নামতে হয়েছে পুলিসকেও। দিন কয়েক আগে অর্জুন বলেছিলেন, 'পশ্চিমবঙ্গ পুলিস পাকিস্তানের দালাল। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের খুশি করার জন্য যে কাজ করছে সেই কাজ পুলিস করছে'।