বিক্রম দাস: ২০২৪ সালের ডিসেম্বরে গোলপার্কের কাছে একটি হোটেলে ১৬ বছর বয়সী এক মেয়েকে গণধর্ষণ করা হয়। কলকাতার নামীদামি স্কুলে পড়া ছেলেদের বন্ধুর দল এই কুকর্ম ঘটায়। নির্যাতিতার বাবা তাঁর কর্মক্ষেত্র লন্ডন থেকে এই ভয়াবহ খবর পেয়ে মেয়ের কাছে কলকাতায় ছুটে আসেন। অনেক চিন্তা এবং আলোচনার পর নির্যাতিতা মেয়েটিকে তাঁর পরিবার সেই তথাকথিত বন্ধুদের এই জঘন্য কাজের প্রতিবাদ করতে রাজি করায়। এরপর রবীন্দ্রসরোবর থানায় অপরাধীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং কলকাতা পুলিশের দ্রুত পদক্ষেপের ফলে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গত ১৯ ডিসেম্বর লেকমল থেকে মেয়েটির এক বন্ধু-সহ তিনজন ডে-আউটিংয়ে যাওয়ার নাম করে মেয়েটিকে গাড়িতে তোলে। অভিযোগ কোন ডকুমেন্টেশন ছাড়াই গোলপার্কের কাছে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। হোটেলে দুটি ঘর নেওয়া হয়েছিল। সেখানে মদের আসর বসায় অভিযুক্তরা। মেয়েটির ভিডিও করে ব্ল্যাক মেইল করা হয়। মেয়েটির বাবা লন্ডনে থাকায় সামাজিক সম্মানের ভয় পায়। অভিযুক্তদের পরিবার প্রভাবশালী ও বড় ব্যবসায়ী হওয়ায় অভিযোগ করতে ভয় পাচ্ছিল প্রথমে নির্যাতিতার পরিবার। মেয়েটির বাবা দেশে ফিরলে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হয়।
এই ঘটনায় গ্রেফতার ৩ জন।
রবীন্দ্র সরোবর মামলার নং ৪৭, তারিখ ২৮/০৪/২৫, বিএনএস ধারা ০৪ এবং ০৬ পকসো আইন, যা এই মামলায় এক নাবালিকা মেয়ের অভিযোগের ভিত্তিতে তার বন্ধু মহলে পরিচিত ৪ জন অভিযুক্তের বিরুদ্ধে নথিভুক্ত করা হয়েছে। অভিযোগ অনুসারে, অভিযুক্তরা ১৯/১২/২৪ তারিখে দুপুর ২টার সময় লেক মলে তাকে গ্রুপ লাঞ্চের জন্য আমন্ত্রণ জানিয়েছিল এবং পরবর্তীতে তাকে প্রলোভন দেখিয়ে গোলপার্কের কাছে একটি গেস্ট হাউস কাম হোটেলে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল।
তারা তাকে এই ঘটনার বিষয়ে কারও কাছে অভিযোগ না করার হুমকিও দেয়। ০৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের থানায় আনা হচ্ছে। এই মামলার তদন্ত চলছে।