মুখ্যমন্ত্রীর সৌজন্য! দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে আমন্ত্রিত বিমান-দিলীপ-শুভেন্দুরা, যাবেন কি?
প্রতিদিন | ৩০ এপ্রিল ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, দ্বারোদঘাটন ঘিরে দিঘায় সাজ-সাজ রব। ৩০ এপ্রিল, বুধবার দুপুরে মন্দিরের দ্বারোদঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর এই অনুষ্ঠানে সৌজন্যের নজির গড়লেন তিনি। দিঘার এই কর্মযজ্ঞে আমন্ত্রিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আমন্ত্রণ জানানো হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম নেতা রবীন দেব, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যদেরও। আমন্ত্রিত বিরোধী নেতাদের মধ্যে অনুষ্ঠানে হাজির থাকতে পারেন সস্ত্রীক দিলীপ ঘোষ।
Link to this news (প্রতিদিন)