• আত্মীয়র শেষকৃত্য সেরে ফেরার পথে বারুইপুরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু বালিকার
    প্রতিদিন | ৩০ এপ্রিল ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: আত্মীয়ের শেষকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা! অটো ও সিমেন্ট বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বালিকার । আহত ৪। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অর্জুনতলা এলাকায়। ঘটনার পর বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত বালিকার নাম অন্বেষা মণ্ডল। বয়স ১০ বছর। সে খোলসেমারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। জানা গিয়েছে, ঘটনায় গুরুতর আহত বাসুদেব মণ্ডলের পিসিমা মারা যাওয়ায় স্ত্রী মীনা মণ্ডল, দুই মেয়ে অন্বেষা, তিয়াসা ও আত্মীয় শিবু মাকালকে নিয়ে বারুইপুরের জোড়া মন্দির শ্মশানে শেষকৃত্যে এসেছিল। অটো করে আসেন তাঁরা। গাড়ি চালাচ্ছিলেন বাসুদেব নিজে। বাড়ি ফিরে যাওয়ার সময় অটোটি দুর্ঘটনার কবলে পড়ে। সিমেন্টের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।

    ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় অটোটি। রাস্তায় ছিটকে পড়েন তাঁরা সকলে। বিকট শব্দ শুনে আসেন স্থানীয়ারা। আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠান তাঁরা। সেখানে অন্বেষাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। সেখানে বাসুদের তাঁর স্ত্রী, বড় মেয়ে ও আত্মীয় শিবুর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

    ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রচুর জনতা জড়ো হন ঘটনাস্থলে। পরিস্থিতি সামলাতে বারুইপুর থানা থেকে প্রচুর পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনা কী করে ঘটল তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)