‘সেনাকর্মীর মুন্ডু চাই, পাকিস্তান জিন্দাবাদ’, হুগলির জওয়ানের বাড়িতে হুমকি পোস্টার! তদন্তে পুলিশ
প্রতিদিন | ৩০ এপ্রিল ২০২৫
সুমন করাতি, হুগলি: পহেলগাঁওতে জঙ্গিহানায় ২৬ জন পর্যটক মারা গিয়েছেন। কাশ্মীরে জঙ্গিদের গুলিতে খুন হয়েছেন নদিয়ার তেহট্টের বাসিন্দা সেনা জওয়ান ঝন্টু আলি শেখ। সেই ঘটনার আবহে এবার এক সেনা জওয়ানের বাড়িতে হুমকি পোস্টার পড়ল। ওই ‘সেনাকর্মীর মুন্ডু চাই, পাকিস্তান জিন্দাবাদ’ লেখা পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির ধনিয়াখালির ওই সেনাকর্মীর বাড়িতে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই সেনা জওয়ানের বাড়িতে গিয়েছেন এলাকার বিধায়ক অসীমা পাত্র।
জানা গিয়েছে, ধনিয়াখালির চৈতন্যবাটি গ্রামের বাসিন্দা গৌরব মুখোপাধ্যায় বছর দুয়েক আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। বর্তমানে জম্মু-কাশ্মীরে তিনি পোস্টিং রয়েছেন। শহিদ জওয়ান ঝণ্টু আলি শেখ যে ব্যাটেলিয়ানে ছিলেন, সেখানেই তিনি আছেন বলে খবর। জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন ঝন্টু। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যে ওই পোস্টার পাওয়া গেল। ওই জওয়ানের বাড়ির দেওয়ালে রবিবার পোস্টার সাঁটিয়ে যাওয়া হয়েছে। তাতে লেখা ছিল, “পাকিস্তান জিন্দাবাদ। গৌরবের মুন্ডু চাই। ভারতকে বাঁচাতে পারবি না। বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়ব।”
সেই পোস্টার দেখার পরেই পরিবারের সদস্যদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। বয়স্কদের মধ্যে দুশ্চিন্তাও ছড়িয়েছে। শুধু তাই নয়, সোমবার ফের ওই বাড়িতে একই বয়ানে হুমকি দেওয়া হয়েছে। গতকাল ওই একই রকম পোস্টার জানলা দিয়ে বাড়ির ভিতর ফেলে যাওয়া হয়েছে। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই জওয়ানের বাবা গৌতম মুখোপাধ্যায়। হুগলি গ্রামীণ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, দুই যুবক স্কুটারে চেপে এসেছিল। কিন্তু তারা কারা? নিছক কি মজা করার জন্য এমন করা হয়েছে? নাকি সত্যই ওই যুবকদের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে? সেই প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্তে ওই জওয়ানের বাড়িতে যায় হুগলি গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
বিধায়ক অসীমা পাত্র ওই বাড়িতে গিয়ে জওয়ানের বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন। বিধায়ক বলেন, “প্রশাসন তদন্ত করছে। আমাদের সকলের দাবি, যে বা যারা করেছে, তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমি তাঁর বাড়িতেও গিয়েছি। যারা ভেবেছিল, পরিবার ভয় পেয়ে যাবে। কিন্তু তারা ভয় পায়নি।” তিনি আরও বলেন, “কেউ চাইছে এলাকায় গন্ডগোল তৈরি হোক। পুলিশ-প্রশাসন তদন্ত করে বের করলেই বোঝা যাবে।”