• মিলল না জামিন, শাহজাহানের বিরুদ্ধে আরও নথি দিতে সময় চাইল সিবিআই
    প্রতিদিন | ৩০ এপ্রিল ২০২৫
  • গোবিন্দ রায়: সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের জামিন মামলার শুনানি পিছল কলকাতা হাই কোর্টে। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানিতে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রিপোর্ট দেয় সিবিআই। আরও নথি দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছে তদন্তকারী সংস্থা। আদালত সেই সময় মঞ্জুরও করেছে।

    এদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়, তাঁদের কাছে নতুন তথ্য রয়েছে। আরও ১-২ জন মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তাঁদের কাছে মহিলা কমিশনের রিপোর্ট রয়েছে। তবে সেই রিপোর্ট জমা দিতে আদালতের কাছে কিছুদিন সময় চেয়েছে সিবিআই। সেই প্রেক্ষিতেই সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে আদালত। যদিও শাহজাহানের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল ১৪ মাস ধরে জেলে আছে। আর সিবিআই এতদিনেও পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারল না। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, “সিবিআইকে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে সময় দিতে হবে।” তাঁরা কত দ্রুত বিস্তারিত রিপোর্ট দেবে, সেই প্রশ্ন করে আদালত। জবাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী জানিয়েছেন, “এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এবং একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে চাই।” আগামী ৭ মে মামলার পরবর্তী শুনানি।

    গত বছরের গোড়ায় তদন্তে সন্দেশখালিতে যাওয়ার ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় জড়িয়ে যায় উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের তৎকালীন কর্মাধ্যক্ষ তথা ব্যবসায়ী শেখ শাহজাহানের নাম। দীর্ঘ ৫৪ দিন পর পুলিশের জালে ধরা পড়েন তিনি। পরবর্তীকে সিবিআই এবং ইডি – দুই কেন্দ্রীয় সংস্থাই শাহজাহানকে গ্রেপ্তার করে। রেশন দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেলবন্দি শাহজাহান।
  • Link to this news (প্রতিদিন)