• দিঘার জগন্নাথদেবকে দেখতে কর্নাটকের নাগরাজ এলেন সৈকত শহরে
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৫
  • দিঘায় জগন্নাথ মন্দির। সেই মন্দির দেখতে সাইকেল চালিয়ে সুদূর কর্নাটক থেকে বাংলায় হাজির নাগরাজ গৌড়া। সাইকেলে চড়েই বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন কর্নাটকের হাসান জেলার নাগরাজ গৌড়া। সনাতন ধর্মের প্রচারক তিনি। বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে মঙ্গলবার দিঘায় হাজির হন নাগরাজ।

    সাইকেলে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরেন নাগরাজ গৌড়া। ঘুরতে ঘুরতেই জানতে পেরেছিলেন, পশ্চিমবঙ্গে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে। শোনার পরই ঠিক করেন, অক্ষয় তৃতীয়ার আগে বাংলায় আসবেন। শেষমেষ মঙ্গলবার মহাযজ্ঞের দিন সকাল সকাল ওডিশা হয়ে দিঘায় হাজির হন নাগরাজ।

    ৬০ বছর বয়স নাগরাজের। তিনি জানান, ২০১৭ সাল থেকে বাড়িঘর ছেড়ে পথে পথে ঘুরছেন। লক্ষ্য একটাই, শান্তির বার্তা দেওয়া। একই সঙ্গে প্রাকৃতিক সম্পদ রক্ষা করার বার্তাও দেন তিনি। যেমন, জল অপচয় রুখতে প্রচার চালান নিয়মিত। ইতিমধ্যেই ১৭টি রাজ্য ভ্রমণ করা হয়ে গিয়েছে নাগরাজের। দেখা করেছেন পাঁচ জন মুখ্যমন্ত্রীর সঙ্গেও।

    নাগরাজ জানান, বুধবারও দিঘায় থাকছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করারও ইচ্ছা তাঁর। এমন সুন্দর মন্দিরের জন্য ধন্যবাদ জানাতে চান মুখ্যমন্ত্রীকে। সেখান থেকে চলে যাবেন পুরী জগন্নাথ ধামে। নাগরাজ বলেন, ‘আসলে আমার বাড়িতে কেউ নেই। ফলে পিছুটানও নেই। সারা বিশ্ব আমি ঘুরে দেখতে চাই। সঙ্গে শান্তি, সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই মানুষের মধ্যে।’

  • Link to this news (এই সময়)