• কলকাতার হোটেলে বিধ্বংসী আগুনে মৃত ১, নিখোঁজ ৬
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৫
  • বড়বাজারের মেছুয়া বাজার ফলপট্টির কাছের হোটেলে অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রাণে বাঁচতে পাইপ বেয়ে নামতে গিয়ে হাত ফসকে পড়ে মৃত্যু। জানা গিয়েছে, মৃত ব্যক্তি এই হোটেলেরই কর্মী। আশঙ্কা একাধিক মানুষ আটকে হোটেলের ভিতর। তাঁরা অগ্নিকাণ্ডের সময় বের হতে পারেননি বলে দাবি। একই পরিবারের দুই শিশু ও এক বৃদ্ধ ছাড়াও খোঁজ মিলছে না আরও তিন জনের। ২৬ জন বোর্ডার ও হোটেল কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নেভার পরে গুরুতর অবস্থায় আরও পাঁচ জন বোর্ডারকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

    মঙ্গলবার রাত আটটা নাগাদ আগুন লেগে যায় ছয় তলা এই হোটেলে। বিধ্বংসী আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা হোটেলে। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আসার পর হোটেল রুমের জানলার কাচ ভেঙে ভিতরে কেউ আটকে রয়েছেন কি না তার খোঁজ চালাচ্ছেন দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।

    তবে সূত্রের খবর, চারতলা পর্যন্ত দমকল কর্মীরা পৌঁছতে পারলেও পাঁচ ও ছয় তলায় পৌঁছতে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েন দমকল কর্মীরা। সেখানে একাধিক মানুষ আটকে থাকার আশঙ্কা। ছাদ থেকে কুলডাউন প্রসেসের মাধ্যমে ভিতরে ঢোকার চেষ্টা করছে উদ্ধারকারী দল। তৎপরতার সঙ্গে ভিতরে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা। রাতভর উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছেন ।

    উল্লেখ্ছ সন্ধেতেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, আসেন কলকাতার পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা, জয়েন্ট সিপি (ক্রাইম) রূপেশ কুমারও। 

  • Link to this news (এই সময়)