বারাসতের একটি কলাগাছে অদ্ভুত কাণ্ড। একসঙ্গে ধরেছে ৪০ থেকে ৫০টি মোচা। বিরল এই গাছ দেখতেই এখন প্রতিদিন জমছে শয়ে শয়ে মানুষের ভিড়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসাতের বড়া এলাকার কলাবাগানে একটি কলা গাছে প্রকৃতির নিয়মের বিপরীতে গিয়ে একটি গাছেই হয়েছে প্রায় চল্লিশের অধিক মোচা। বিরল এই ঘটনার কথা জানাজানি হতেই সকাল-বিকেল ভিড় জমছে মানুষের। অদ্ভুত এই দৃশ্যের সাক্ষী থাকতে চাইছেন সকলেই। চোখে দেখার পাশাপাশি সকলেই মোবাইলে বন্দি করছেন এই দৃশ্য।
সাধারণত একটি কলা গাছে একটি মাত্রই ফুল অর্থাৎ মোচা ধারণ করে। আর তার থেকেই একাধিক ফল হয়। তবে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত ১ নং ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়া এলাকার এই কলাগাছে একসঙ্গে প্রায় ৪০ থেকে ৫০টি মোচার দেখা মিলছে। এলাকার মানুষজন বলছেন এমন ঘটনা আগে দেখেননি কেউ।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ‘এমন কাণ্ড জীবনে প্রথম দেখছি, অদ্ভুত এই মোচা দেখতে প্রতিদিন প্রায় ৭০০-৮০০ লোক দেখতে আসছে।’
বিষয়টি নিয়ে কৃষি বিশেষজ্ঞ কুসুম কমল মজুমদার বলেন, ‘গাছের সেল ডিভিশন হয় সাইটোকাইনিন ও জিব্বা রেলিনের জন্য। যেটা ওদের রিপ্রোডাক্টিভ সেল, সেই সেলটির যদি মাল্টিবল ডিভীষণ হয়ে যায় কখনও কখনও হরমোনাল এফেক্টে তাহলে এই ধরনের বহু ফলন দেখা যেতে পারে।’
হরমোনাল ইনব্যালেন্সের কারণে এই দৃশ্য বলেই মনে করেন তিনি, যা ব্যতিক্রমী। তবে বিরল এই কলাগাছের মোচা দেখতেই এখন হিরিক পড়েছে মানুষের বারাসত ১ নম্বর ব্লকে।