গরমে ছুটিতে ফ্যামিলি ট্যুর: কলকাতা থেকে প্রতিদিন ৫০০০ টাকায় ঘুরে আসুন এই ৭টি দুর্দান্ত জায়গা!
আজ তক | ৩০ এপ্রিল ২০২৫
Budget family trip from Kolkata: গরমের ছুটি আসছে। ছুটিতে কোথায় যাবেন পরিবার নিয়ে তা নিয়ে এখন থেকেই প্ল্যানিং শুরু করে দিয়েছে বাঙালি। তবে সবার পক্ষে হিল্লি-দিল্লি যাওয়া সম্ভব হয় না। দার্জিলিং কিংবা গ্যাংটকের খরচও আগের চেয়ে বেড়েছে। পাশাপাশি স্কুলে ছুটি থাকলেও প্রাইভেট কোম্পানিতে লম্বা ছুটি মেলে না অনেক সময়। তাই অনেকেরই ভরসা উইকেন্ডের একদিনের ছুটি। তাতে আর কোথায় যাওয়া যায়?
আপনি হয়তো জানেন না। অনেক জায়গায় যাওয়া যায়। তাও আবার খুব কম খরচে। তাহলে পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও বাজেট বড় চিন্তার বিষয়। চিন্তা নয়! কলকাতা থেকে মাত্র ৫০০০ টাকায় পুরো ফ্যামিলি নিয়ে দিনে দিনে ঘুরে আসতে পারেন এমন ৭টি মনভোলানো জায়গা রয়েছে। জেনে নিন সেই তালিকা!