নিজস্ব প্রতিনিধি, মালদহ: বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলাশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দিল ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের মালদহ জেলা কমিটি। জেলাশাসকের পাশাপাশি একই দাবিতে মালদহ জেলা খাদ্য নিয়ামককেও স্মারকলিপি দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি অসিত কুমার সাহা বলেন, বর্তমানে আমরা যে কমিশন পাই, তাতে তিনজন কর্মচারী নিয়ে কাজ করা সম্ভব নয়। তাই কমিশন বৃদ্ধি আমাদের অন্যতম দাবি।
অসিত আরও বলেন, বিভিন্ন ডিস্ট্রিবিউটররা আমাদের কমিশনের টাকা তুলে রেখে দিয়েছেন। সেই কমিশনের টাকাটা যেন আমরা ফেরত পাই।
সংগঠনের দাবি, সরকারি আদেশ থাকা সত্ত্বেও রেশন দোকানদারকে ‘হ্যান্ডলিং লস’ ৬২৫ গ্রামের পরিবর্তে ২০০ গ্রাম দেওয়া হচ্ছে। দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কমপক্ষে কুইন্টাল প্রতি ১ কেজি ‘হ্যান্ডলিং লস’ দিতে হবে। দ্রুত কমিশনের ৪০ কোটি ৫৯ লক্ষ ৬৮ হাজার ৭৩৭ টাকা দেওয়ার পদক্ষেপও নিতে হবে প্রশাসনকে। নিজস্ব চিত্র