নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: আজ, বুধবার কোচবিহার মদনমোহন মন্দিরের পুজোর প্রসাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দেওয়ার জন্য রওনা দিচ্ছেন পুরসভা ও প্রশাসনের দুই কর্মী। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসীর কল্যাণ কামনায় মঙ্গলবার সকালে পুজো দিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ পুরসভার নয় কাউন্সিলার।
অন্যদিকে, আজ কোচবিহার জেলা প্রশাসন ও পুরসভার উদ্যোগে মদনমোহন বাড়ির সামনের রাস্তায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের লাইভ অনুষ্ঠান দেখানো হবে। মদনমোহন মন্দিরে দেবোত্তর ট্রাস্ট বোর্ডের ২২ জন পুরোহিতকেও সংবর্ধনা জানানো হবে। চার হাজার পুণ্যার্থীকে বিতরণ করা হবে মদনমোহনের প্রসাদ। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে শহরের থানা মোড় ও কদমতলা মোড়ে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। দেখানো হবে দীঘার জগন্নাথ মন্দিরের লাইভ অনুষ্ঠান। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের আর্ট গ্যালারিতে স্ক্রিনে দীঘার মন্দিরে জগন্নাদেবের বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার মুহূর্ত দেখানো হবে। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকায় জায়ান্ট স্ক্রিনে লাইভ সম্প্রচার দেখানো হবে।
জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে মঙ্গলবার দীঘায় মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ির ডিএম অফিস, সদর মহকুমা শাসকের অফিস সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর চত্বরে জায়ান্ট স্ক্রিনে ওই মহাযজ্ঞ দেখানো হয়। হরিনাম, কীর্তন সহযোগে শোভাযাত্রার আয়োজন করেছিল তৃণমূল। একটি শোভাযাত্রা সমাজপাড়া মোড় থেকে বের হয়ে শহর পরিক্রমা করে। অন্য একটি শোভাযাত্রা বাহাদুর মুন্নাস হ্যাপি হোম স্কুল থেকে ৭৩ মোড় হয়ে সতীশ লাহিড়ী স্কুল পর্যন্ত যায়। একাধিক রাস্তায় বসানো হয়েছে তোরণ। এদিন আলিপুরদুয়ার পুরসভার তরফেও শহরে শোভাযাত্রা বের করা হয়। দমকল মোড় থেকে বক্সা ফিডার রোড ধরে শোভাযাত্রা শেষ হয় চৌপথিতে। পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ কাউন্সিলাররা খোল-করতাল বাজান।
যদিও কোচবিহার মদনমোহন মন্দিরের সামনে পামতলা মোড়ের দিকের রাস্তা আটকে মঞ্চ গড়ায় বিতর্ক শুরু হয়েছে। ওই জায়গায় মঞ্চ তৈরি করা হলেও জেনকিন্স স্কুল মোড়ের দিক থেকেও রাস্তা আটকে দেওয়া হয়েছে। যদিও পুর চেয়ারম্যান বলেন, কোনও মহৎ কাজ করতে গেলে একটু অসুবিধা হয়। মাতৃমার সামনে দিয়ে, দেশবন্ধু মার্কেটের দিক দিয়ে রাস্তা রয়েছে। এছাড়া হেঁটে মন্দিরে যাওয়ার জন্য রাস্তা রাখা হয়েছে। কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন পুর চেয়ারম্যান রবি ঘোষ। - নিজস্ব চিত্র।