• ফুটপাত দখল মানা হবে না, হুঁশিয়ারি গৌতমের
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শহরের ফুটপাত দখল করে ব্যবসা মেনে নেওয়া হবে না। জবর দখল করে ব্যবসাও বরদাস্ত করা হবে না। যে কোনও জায়গায় এই পরিস্থিতি তৈরি হলে পুরসভা জবরখল তুলে দেবে। মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার বোর্ডমিটিং শেষে এমনভাবেই নিজের প্রতিক্রিয়া দেন মেয়র গৌতম দেব।

    এর আগে বহুবার বহু ব্যবসায়ী সমিতি এবং বেশ কিছু স্থানীয় বাসিন্দা টাকার বিনিময়ে জবরদখল চালানোর অভিযোগ তুলেছেন। তবে সেসকল অভিযোগ কোনও প্রমাণ হাতে পাননি মেয়র বা পুরসভার আধিকারিকরা। সেই অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এদিন মাসিকসভার পার্কিং এবং তোলাবাজি নিয়ে প্রশ্ন তোলা হলে মেয়র গৌতম দেব নিজেদের অবস্থান স্পষ্ট করেন। পার্কিং সমস্যা মেটাতে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিরোধীদের জানান তিনি। এমনকি মাটিগাড়ার পরিবহণ নগরে দু’কোটি টাকার বরাদ্দে একটি পার্কিংজোন তৈরির জন্য পরিবহণ মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানান মেয়র।

    এদিকে মাসিক সভায় বিরোধী সিপিএম কাউন্সিলার উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ তুললেও তা স্পষ্টভাবে খারিজ করে দেন গৌতমবাবু। তাঁর কথায়, প্রত্যেকটি ওয়ার্ডের উন্নয়নের কাজ সমানভাবে করা হবে। মেয়র থাকাকালীন দল দেখে কখনোই উন্নয়ন পিছিয়ে দেওয়া হবে না বলেও দাবি করেছেন তিনি। 

    শিলিগুড়ি শহরজুড়ে সুস্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। সেই কাজ দেখার জন্য একটি কমিটিও তৈরি করা হয়েছে।  পরিকাঠামোগত উন্নয়ন করতে এই টিম অত্যন্ত ভালো কাজ করবে বলে দাবি করেছেন মেয়র। এদিনের সভায় পুরসভা এলাকাজুড়ে কোথায় রাস্তা তৈরি হচ্ছে, আরও কত পথবাতির ব্যবস্থা করা হচ্ছে, সবটাই তিনি জানান। মেয়র বলেন, নাগরিকদের পরিষেবা দেওয়ায় পুরসভার মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে সকলের উন্নয়ন করাই আমাদের লক্ষ্য।  নিজস্ব চিত্র। 
  • Link to this news (বর্তমান)