• মালতীপুরে একদিনে ৮টি রাস্তার শিলান্যাস, খরচ হবে ৯ কোটি
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, চাঁচল: মালদহের মালতীপুর বিধানসভায় একদিনে আটটি রাস্তার শিলান্যাস হল। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ৯ কোটি টাকা বরাদ্দে প্রায় ১৯ কিমি রাস্তা পাকা হবে। এছাড়া বেশকিছু এলাকায় কাজও শুরু হয়ে গিয়েছে বলে দাবি। মঙ্গলবার প্রকল্পগুলির শিলান্যাস অনুষ্ঠান হয় মালতীপুর লাইব্রেরি প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক আব্দুর রহিম বক্সি, চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু, দুই জেলা পরিষদ সদস্য রেহেনা পারভিন ও শিউলি পারভিন, চাঁচল ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা ও সহসভাপতি আবুল কালাম আজাদ সহ অন্যরা।

    মালতীপুর স্ট্যান্ড থেকে এনায়েতনগর, গোবিন্দপাড়া থেকে আলাদিপুর দুর্গা মন্দির, আটঘরা, চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর ও জালালপুর এলাকা সহ মোট আটটি রাস্তা সংস্কার ও পাকা হবে বলে জানা গিয়েছে। আব্দুর রহিম বক্সির দাবি, বিধানসভা নির্বাচনের আগে এলাকার সমস্ত কাঁচা রাস্তা পাকা করা হবে। আর বেহাল রাস্তা খুঁজে পাওয়া যাবে না। রাস্তার কাজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আরও ২০ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই কাজ শুরু হবে।

    শিলান্যাস অনুষ্ঠানে বক্তৃতায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, রাজ্যে একশো দিনের প্রকল্প স্থগিত করেছে কেন্দ্র। বাংলায় বিকাশ না করে বিভেদের রাজনীতি করছে। মানুষ এর যোগ্য জবাব দেবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর গত চার বছরে মালদহ জেলায় প্রায় ছ’শো কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছে। কেন্দ্র যতই বঞ্চনা করুক, মানুষকে পরিসেবা দেবে রাজ্য।এদিন শিলান্যাস অনুষ্ঠানে এসেছিলেন ভবানীপুরের বাসিন্দা রইসুদ্দিন। তাঁর কথায়, গ্রামের বেহাল রাস্তায় চলাচল করতে সারা বছর দুর্ভোগ পোহাতে হতো। সংস্কারের জন্য বিধায়কের দ্বারস্থ হয়েছিলাম। তিনি সমাধান করায় খুব খুশি বাসিন্দারা। মালতীপুরে রাস্তার কাজের শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক আব্দুর রহিম বক্সি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)