• আবর্জনা ফেলা নিয়ে দুই পরিবারের মারপিট, মাথাভাঙার গ্রামে জখম ৫
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: বাড়ির পিছনে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বচসা ও পরে দুই পরিবারের মারপিটে জখম হলেন এক মহিলা সহ পাঁচজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েত এলাকার ভাঙামোড়ে। জখম পাঁচজনই বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে এলাকায় যায় মাথাভাঙা থানার পুলিস। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। 

    এদিন মাথাভাঙা মহকুমা হাসপাতালের বেডে শুয়ে নারায়ণ বর্মন বলেন, সকালে বাড়ির পিছনে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। আমি এতে বাধা দিতে গেলে শরৎ বর্মন ও তার তিন ছেলে মারধর করে। আমি ও আমার ভাই প্রফুল্ল বর্মন দু’জনই জখম হয়েছি। ওরা বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শরৎ বর্মন। তিনি বলেন, বাড়ির পিছনে সম্প্রতি একটি গাছের চারা রোপণ করেছিল বউমা। সেই গাছের চারাটি ওরা উপড়ে ফেলে। একইসঙ্গে আমাদের পাকা ঘরের পাশেই ওদের একটি বড় গাছ আছে। গাছের ডাল লেগে টিনের ছাউনির ক্ষতি হচ্ছে। এদিন এনিয়ে বলতেই প্রফুল্ল বর্মন ও নারায়ণ বর্মন আমাদের উপর হামলা করে। আমার ছোট ছেলে এলে তাঁকেও মারধর করা হয়েছে। 

    মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা বলেন, হাজরাহাটের ভাঙামোড়ে দু’টি পরিবারের মধ্যে বচসা হয়। মারপিটের ঘটনাও শুনেছি। এখনও পর্যন্ত কেউ লিখিতভাবে অভিযোগ জানায়নি। লিখিত অভিযোগ দায়ের হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।  হাসপাতালে চিকিৎসাধীন জখম। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)