সংবাদদাতা, বাগডোগরা: বাইক চালককে বাঁচাতে গিয়ে বাগডোগরায় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। অন্যদিকে, চালক বেসামাল হয়ে পড়লেও তৎপরতার সঙ্গে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মারে বাসের। এতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাসের ৫০ জন যাত্রী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে বাগডোগরার সন্ন্যাসী চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়ে-২’তে।
এদিন সকালে শিলিগুড়ি থেকে খড়িবাড়ির দিকে যাচ্ছিল যাত্রীবাহী বেসরকারি বাসটি। ওই এলাকায় আচমকা বাসের সামনে একটি বাইক চলে আসে। বাইক চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা বলে জানান বাসে থাকা চালক সহ যাত্রীরা। এদিকে, দুর্ঘটনাস্থল থেকে মাত্র ২০ ফুট দূরেই ছিল টিপু নদী। রাস্তার পাশের রেলিংয়ে গিয়ে ধাক্কা না লাগলে বাসটি সোজা নদীতে গিয়ে পড়ত বলে জানান স্থানীয়রা। এমন ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা যাত্রীরা।
বাসযাত্রী বন্ধন লিম্বু বলেন, শিলিগুড়ি থেকে খড়িবাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎই দেখি বাসের সামনে একটি বাইক চলে এসেছে। চালক জোর ব্রেক কষলেও নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মারে। সামনেই ছিল টিপু নদী ও বড় খাদ। অল্পের জন্য প্রাণে বেঁচেছি আমরা। যদিও বাইক চালক দ্রুত গতিতে বাইক ছুটিয়ে চম্পট দেন।
বাস চালক তাহির খান বলেন, আমার গাড়ির সামনে বাইকটি চলে আসায় বাইক চালককে বাঁচাতে গিয়েই গাড়ি ঘুরিয়ে দিই। রেলিংয়ে ধাক্কা না মারলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে। গাড়িতে সেই সময় ৫০ জন যাত্রী ছিলেন। তীব্র ঝাঁকুনিতে বেশ কয়েকজন যাত্রী সামান্য চোট আঘাত পেলেও সকলে সুস্থই আছেন।
রোমান ওরাওঁ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, বাসচালক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াতেই প্রাণহানির মতো ঘটনা থেকে রক্ষা মিলেছে। এদিকে, ঘটনার খবর পেয়ে এলাকায় চলে আসে বাগডোগরা থানার পুলিস ও বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে নিয়ে যায় পুলিস। পরে পুলিসই বাসের যাত্রীদের অন্য গাড়িতে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। নিজস্ব চিত্র।