• রাজশাহী আলোয় সাজবে কোচবিহার, এক একটির খরচ ১ লক্ষ ৬০ হাজার টাকা
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
  • সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: কোচবিহার শহরের রাস্তায় পরীক্ষামূলকভাবে লাগানো হবে রাজশাহী আলোর বাতিস্তম্ভ। কোচবিহারকে হেরিটেজ শহর হিসেবে গড়ে তোলার কাজ চলছে। তারই সঙ্গে সাযুজ্য বজায় রেখেই এই বাতিস্তম্ভ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে কলকাতার একটি সংস্থার সঙ্গে, যারা এ ধরনের বাতিস্তম্ভ তৈরি করে। 

    কী এই রাজশাহী আলো? পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে এ ধরনের বাতিস্তম্ভ লাগানো রয়েছে। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সোশ্যাল মিডিয়ায় সেই বাতিস্তম্ভের ছবি দেখেছেন। আর তা দেখার পরেই তাঁর মনে হয়েছে, রাজার শহর কোচবিহারে ওরকম বাতিস্তম্ভ লাগানো যেতে পারে। 

    তবে প্রথমেই অনেক বাতিস্তম্ভ না লাগিয়ে নির্দিষ্ট জায়গায় একটি বাতিস্তম্ভ লাগাতে চাইছেন তিনি। সেটি সকলের পছন্দ হলে শহরের পুলিস লাইন চৌপথি থেকে কোর্ট মোড় পর্যন্ত এই রাজশাহী আলো দিয়ে সাজানোর পরিকল্পনা রয়েছে। ওই রাস্তায় এখন ডিভাইডার তৈরি হচ্ছে। সেই কাজ শেষ হলে তারউপর এই সুসজ্জিত রাজশাহী আলোকস্তম্ভ বসলে রাজনগর কোচবিহারের চেহারাই বদলে যাবে। 

    কোচবিহার পুরসভার চেয়ারম্যান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে এমন বাতিস্তম্ভ লাগানো রয়েছে। সেটি দেখে আমি কলকাতায় একটি এজেন্সির সঙ্গে কথা বলেছি। এ ধরনের বাতিস্তম্ভ শহরে লাগানো হলে বেশ হয়! প্রথমে একটা লাগানো হবে। পুরবাসী পছন্দ করলে আরও লাগানো হবে। 

    কেমন দেখতে ও কত দাম এই রাজশাহী আলোর স্তম্ভের? পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১১ মিটার উঁচু এই বাতিস্তম্ভের মাথায় ১৫টি আলো সাজানো থাকবে। একটি পোলের উপরে এতগুলি আলো একসঙ্গে জ্বললে দেখতে খুবই সুন্দর লাগবে। একএকটি পোলের জন্য খরচ পড়বে ১ লক্ষ ৬০ হাজার টাকা। তবে একসঙ্গে অনেকগুলি লাগালে সেই খরচ অনেকটাই কমে যাবে বলে পুরসভা মনে করছে।
  • Link to this news (বর্তমান)