বন্ধ ফ্ল্যাট থেকে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বন্ধ ফ্ল্যাট থেকে এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে আলোড়ন ছড়াল জলপাইগুড়ি শহরে। সোমবার বিকেল থেকে শহরের মিউনিসিপ্যালিটি মার্কেট সংলগ্ন ওল্ড ফায়ার স্টেশন এলাকায় একটি আবাসনের বাসিন্দারা দুর্গন্ধ পাচ্ছিলেন। অবশেষে মঙ্গলবার দুপুরে তাঁরা লক্ষ্য করেন, আবাসনের তালাবন্ধ একটি ফ্ল্যাটের ভিতর থেকে ওই দুর্গন্ধ আসছে। এরপর জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিসকে খবর দেন তাঁরা। পুলিস এসে বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে ভিতরে ঢুকে উজ্জ্বল বণিক (৫৬) নামে ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার করে। তাঁর পরিবারের অন্যরা ওই আবাসনে আলাদা আলাদা ফ্ল্যাটে থাকেন। তাঁদের দাবি, গত দু-তিন ধরে উজ্জ্বলের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁরা ভেবেছিলেন, ফ্ল্যাটে তালা দিয়ে কোথাও গিয়েছেন উজ্জ্বল। কিন্তু এভাবে ফ্ল্যাটের ভিতর থেকে যে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হবে, তা ভাবতে পারেননি তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাসনের নীচে একটি পানের দোকান চালাতেন উজ্জ্বল। বিয়ে করেননি। তাঁদের পৈত্রিক জমিতেই আবাসনটি তৈরি হয়। ফলে পরিবারের সদস্যরা বেশ কয়েকটি ফ্ল্যাট পান। ভাগে উজ্জ্বলও একটি ফ্ল্যাট পেয়েছিলেন। সেখানে তিনি একাই থাকতেন। পরিবারের সদস্যরা মাঝেমধ্যে তাঁকে খাবার দিয়ে যেতেন। উজ্জ্বল মাঝেমধ্যে দোকানে বসতেন। কখনও আবার কয়েক দিনের জন্য ‘উধাও’ হয়ে যেতেন। তাঁর স্বাস্থ্যও ভালো ছিল না। মানসিক অবসাদের জেরে ওই প্রৌঢ় আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিস। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ উদ্ধারের পর সেটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিসের তরফে জানানো হয়েছে। তবে উজ্জ্বল গত দু’তিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবারের তরফে দাবি করা হলেও দেহ দেখে পুলিসের ধারণা, ঘটনাটি অন্তত এক সপ্তাহ আগে ঘটেছে। সিলিং ফ্যানের হুকের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এদিন তাঁর দেহ উদ্ধার করে পুলিস। এক্ষেত্রে শেষ কবে তাঁকে দেখা গিয়েছে, কারা তাঁকে খাবার দিতেন, শেষ কবে তাঁকে খাবার দেওয়া হয়েছিল, আবাসনের বাসিন্দা ও মৃতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিস। পাশাপাশি ওই ব্যক্তি শেষ কবে আবাসন থেকে বাইরে বেরিয়েছিলেন কিংবা ঢুকেছিলেন, সিসিক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে তা জানার চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দা তথা স্কুলশিক্ষক কিংশুক বসু বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। আবাসনের বাসিন্দা কোথা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, তার খোঁজ করতে গিয়ে এদিন বিষয়টি সামনে আসে। পুলিস এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। ঘটনাটি কী হয়েছে তা খতিয়ে দেখুক পুলিস। ঘটনাস্থলে স্থানীয়দের জটলা। - নিজস্ব চিত্র।