ছয় বছর পর সিঙ্গালিলা, নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে রেডপান্ডা গণনার উদ্যোগ বনদপ্তরের
বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ছ’বছর পর ফের হবে রেডপান্ডার গণনা। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের জাতীয় উদ্যানে বিপন্ন এই প্রাণীর বসবাস। এবার ডিএনএ টেস্টের মাধ্যমে এই গণনা করা হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বনদপ্তর। তারা মে মাসে এই গণনার অভিযানে নামবে বলে খবর। মুখ্য বনপাল(উত্তরবঙ্গ বন্যপ্রাণ) ভাস্কর জেভি বলেন, মে মাসে রেডপান্ডার গণনা শুরু হবে। এজন্য প্রস্তুতি শুরু হয়েছে।
বিরল প্রজাতির বন্যপ্রাণিগুলির মধ্যে রেডপান্ডা একটি। এদের পূর্ব হিমালয়ের উঁচু উপত্যকায় দেখা যায়। যারমধ্যে দার্জিলিংয়ের সিঙ্গালিলা জাতীয় উদ্যান একটি। সমতল থেকে সংশ্লিষ্ট উদ্যানের উচ্চতা প্রায় ৭৫০০ ফুট। এরবাইরে কালিম্পংয়ের নেওড়াভ্যালি জাতীয় উদ্যানেও রয়েছে রেডপান্ডা। মাঝেমধ্যেই সংশ্লিষ্ট দু’টি উদ্যানে সেগুলির গতিবিধি লক্ষ্য করলেও বনদপ্তর সেগুলির নির্দিষ্ট সংখ্যা জানাতে পারছে না। এজন্যই সংশ্লিষ্ট দু’টি উদ্যানে রেডপান্ডা গণনা অভিযানে নামবে বনদপ্তর।
সংশ্লিষ্ট দপ্তরের এক অফিসার জানান, আগে কয়েকটি টিম তৈরি করে ঝোপঝাড়ে ঘুরে রেডপান্ডার গণনা করা হত। এবারই প্রথম ডিএনএ টেস্টের মাধ্যমে সেগুলির গণনা করা হবে। এজন্য বনদপ্তরের কর্মীদের নিয়ে বেশ কিছু টিম তৈরি হচ্ছে। শীঘ্রই শুরু হবে গণনা। ডিএনএ টেস্টের মাধ্যমে রেডপান্ডার প্রকৃত সংখ্যা জানা সম্ভব হবে। ঝোপঝাড়ে ঘুরে গণনা করলে কিছু ত্রুটি হতে পারে। একই রেডপান্ডার দু’বার গণনা হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু, ডিএনএ টেস্টের মাধ্যমে সেই সম্ভাবনা নেই।
ডিএনএ টেস্টের উপায়? বনদপ্তরের আধিকারিকরা জানান, সংশ্লিষ্ট দু’টি উদ্যান ঘুরে রেডপান্ডার বিষ্ঠার নমুনা সংগ্রহ করা হবে। সেই নমুনা হায়দরাবাদের একটি ল্যাবটরিতে পাঠানো হবে। সেখানেই ডিএনএ টেস্ট করা হবে। এতে কম সময়ের মধ্যে গণনা অভিযান করা সম্ভব হবে। ডিএনএ থেকে নিখুঁত তথ্যওমিলবে।
দার্জিলিংয়ের সিঙ্গালিলা পর্বতে অবস্থিত সিঙ্গালিলা জাতীয় উদ্যান। এটি পূর্ব হিমালয়ের পাদদেশ নেপাল ও সিকিম সীমান্তে অবস্থিত। প্রতিবেশী কালিম্পং জেলায় অবস্থিত নেওড়াভ্যালি জাতীয় উদ্যান। এখনে বৈচিত্রময় উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। দুর্গম পাহাড়ি এই ভূখণ্ডটি সিকিম ও ভূটান সীমান্ত সংলগ্ন। বনদপ্তর সূত্রের খবর, ২০১৯ সালে সংশ্লিষ্ট দু’টি উদ্যানে রেডপান্ডার গণনা করা হয়েছিল। সেবার গণনায় ৬৬টি রেডপান্ডার হদিশ মিলেছিল। যারমধ্যে ৩১টি সিঙ্গালিলায় এবং ৩৫টি নেওড়াভ্যালিতে ছিল।