• স্কুল থেকে ঢিল ছোড়া দূরত্বে মদের অবৈধ কারবার
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, ধূপগুড়ি: স্কুল থেকে কয়েক মিটার দূরে একটি দোকান সহ বাড়িতে রমরমিয়ে চলে অবৈধ মদ বিক্রি। সেই আসরে মাঝেমধ্যেই লক্ষ্য করা যায় পড়ুয়া সহ তরুণদের। এই নিয়ে সরব হয়েছেন ধূপগুড়ির বিদ্যাশ্রম দিব্যজ্যোতি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে অভিভাবকরা। 

    অভিযোগ, স্কুল সংলগ্ন এলাকায় দোকান এবং দোকান ঘেঁষা বাড়িতে মদ বিক্রির ফলে একদিকে যেমন বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তেমনই পড়ুয়াদের একাংশ ভুল পথে যাচ্ছে। খুব তাড়াতাড়ি স্কুল সংলগ্ন এলাকায় মদ বিক্রি বন্ধ না হলে অভিভাবকরা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। 

    স্থানীয় সূত্র জানা গিয়েছে, মাঝেমধ্যে সেখানে পুলিসি অভিযান হয়। কয়েকদিন বন্ধ রাখার পর ফের স্বামী-স্ত্রী মিলে ফের চালু করে মদের কারবার। স্কুল থেকে ২০০মিটারের মাঝে এমন মদের দোকান নিয়ে সরব হয়েছে কদমতলা ব্যবসায়ী সমিতি। সভাপতি রাজকুমার রায় বলেন, স্কুল ঘেঁষে এক দম্পতি রমরমিয়ে অবৈধ মদ বিক্রি করে। সেখানে মদের আসরে দেখা যায় স্কুলের পড়ুয়া এবং খুব কম বয়সীদের। আমরা বারবার ওই ব্যক্তিকে স্কুল সংলগ্ন এলাকায় মদ বিক্রি করতে বারণ করেছি। কিন্তু, তিনি আমাদের কথায় কর্ণপাত করেনি। অভিভাবক শ্যামল মজুমদার বলেন, ব্যবসার জন্য তারা পড়ুয়াদের কাছে মদ বিক্রি করে। এতে সমাজ বিপদমুখী হচ্ছে। স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। 

    গোটা বিষয় নিয়ে বিদ্যাশ্রম ‌দিব্যজ্যোতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এটা খুব অন্যায়। বিদ্যালয় সংলগ্ন এলাকায় এভাবে মদ বিক্রি কাম্য নয়। তাতে পড়ুয়ারের মনে কুপ্রভাব পড়ে। যদিও পুলিস জানিয়েছে, অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে বারবারই পুলিস সক্রিয়। স্কুল সংলগ্ন এলাকায় মদ বিক্রি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)