• প্রেমেরডাঙায় সাড়ে ৩ কিমি বেহাল রাস্তা, ভেরভেরি নদীতে দুর্বল সেতু
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-২ ব্লকের প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার ১২ মাইল থেকে বরিষেরডাঙা বাজার পর্যন্ত সাড়ে ৩ কিমি রাস্তা দীর্ঘদিন বেহাল। হেঁটে চলাচলে সমস্যার পাশাপাশি চাষিদের কৃষিপণ্য নিয়ে যেতেও বেগ পেতে হচ্ছে। এই রাস্তায় রয়েছে ভেরভেরি নদী। বাম আমলের সেতুটি নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনও সময় সেতু ভেঙে নদীতে পড়ে যাবে। সেই ভয়ে আলুর মরশুমে পাইকারদের ঘুরপথে গাড়ি নিয়ে যেতে হচ্ছে। যার প্রভাব পড়ছে দামেও। প্রেমেরডাঙা বাজারে যেতে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। 

    স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি খোকন দত্ত বলেন, বেহাল রাস্তাটির বিষয়ে জেলা পরিষদকে জানানো হয়েছে। আমরা আশা করছি দ্রুত রাস্তাটি সংস্কারের কাজ শুরুর কথা। একই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও সেতু তৈরির ব্যাপারে আশ্বাস দিয়েছেন।

    বিনোদ সরকার, জীবন বর্মন নামে স্থানীয় বাসিন্দারা বলেন, এই রাস্তা দিয়ে ধারিমারা, খড়িকাবাড়ি এলাকার বাসিন্দারা যাতায়াত করেন। স্থানীয়রা প্রেমেরডাঙা বাজারে আসেন। তেমনই বরিষেরডাঙা বাজার ও সতীশেরহাট বাজারেও সকলে যান। বেহাল রাস্তার পর ভেরভেরি নদীর নড়বড়ে সেতু সেই সমস্যা আরও বাড়িয়েছে। জনপ্রতিনিধিদের জানানো হলেও কাজ হয়নি।

    এব্যাপারে মাথাভাঙা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন বলেন, প্রেমেরডাঙার ১২ মাইল থেকে বরিষেরডাঙা বাজার পর্যন্ত রাস্তাটি বেহাল। বিষয়টি আমরা জেলা পরিষদে জানিয়েছি। সেতুটি নতুন করে তৈরির বিষয়টি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে জানানো হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই সেতুর কাজের সূচনা হবে।
  • Link to this news (বর্তমান)